খুলনা | রবিবার | ০২ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২

১৪ নভেম্বর ঢাকায় জাতীয় সম্মেলন সফলের লক্ষ্যে নগর সিপিবির সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:১০ এ.এম | ০২ নভেম্বর ২০২৫


আগামী ১৪ নভেম্বর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র জাতীয় সম্মেলন। এ সম্মেলন সফলের লক্ষ্যে মহানগর সিপিবির সভা গত শুক্রবার বিকেল ৫টায় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালীর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। 
সভায় উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, মহানগর সিপিবি সদস্য বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, মিজানুর রহমান বাবু, তোফাজ্জেল হোসেন, মাহফুজুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, অধ্যাপক সঞ্জয় সাহা, পলাশ দাশ, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, জাহানারা আক্তারী, রেখা কুন্ডু প্রমুখ। 
সভায় নেতৃবৃন্দ বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের জনগণের মতামতকে উপেক্ষা করে এবং সম্পূর্ণ এখতিয়ার বহির্ভ‚তভাবে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা ও মায়ানমারের আরাকান রাজ্যে করিডোর দেওয়ার উদ্যোগ বন্ধ করার দাবি করেন। সভায় আগামী ১৪ নভেম্বর সিপিবির জাতীয় সম্মেলন সফলের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।

্রিন্ট

আরও সংবদ