খুলনা | রবিবার | ০২ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২

অবসরপ্রাপ্তদের পুনর্মিলনীতে বিউবো চেয়ারম্যান

বিদ্যুৎ সেক্টর বর্তমানে কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে

খবর বিজ্ঞপ্তি |
১২:১২ এ.এম | ০২ নভেম্বর ২০২৫


দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে  বর্তমানে আর্থিকভাবে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টর একটি কঠিন ক্রান্তি কাল অতিক্রম করছে বলে জানান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-বিপিডিবি’র চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রেজাউল করিম। তবে অচিরেই এই সমস্যা থেকে উত্তরণ ঘটবে বলে তিনি দৃঢ়ভাবে আশা প্রকাশ  করেন। একই সাথে তিনি সংশ্লিষ্ট সকলকে সততা, মেধা, পেশাগত উৎকর্ষতা এবং  ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহŸান জানান।
গতকাল শনিবার বিকেল ৩টায় নগরীর খালিশপুরস্থ খুলনা বিদ্যুৎ কেন্দ্রের মিলনায়তনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতির একটি পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
বিশেষ অতিথি ছিলেন পিডিবি’র মেম্বর আ ন ম ওবায়দুল্লাহ, ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শেখ জাকিরুজ্জামান এবং খুলনা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন।  অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট প্রকৌশলী সেখ মোঃ আলাউদ্দিন।
ওজোপাডিকো’র সাবেক এমডি সংগঠনের খুলনা আঞ্চলিক শাখার সভাপতি প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট কাজী আহসান উল্লাহ, সাবেক প্রধান প্রকৌশলী মোঃ মনজুর-উল-আলম। সংগঠনের খুলনা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী লুৎফর রহমানের সার্বিক তত্ত্বাবধানে স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের আহবায়ক রবীন্দ্রনাথ দত্ত এবং সার্বিক পরিচালনায় ছিলেন  অনুষ্ঠানের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার।

্রিন্ট

আরও সংবদ