খুলনা | রবিবার | ০২ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:১৮ এ.এম | ০২ নভেম্বর ২০২৫


বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর যশোরের দড়াটানা আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত এ দোয়া পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন। অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।  আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি’র সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি’র সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, কৃষক দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, যশোর জেলা যুবদলের আহŸায়ক তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মোস্তফা আমীর ফয়সল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী, জেলা মহিলা দলের নেত্রী জাহানারা বেগম, শ্রমিক দলের সভাপতি মফিজুর রহমান, জেলা কৃষক দলের আহŸায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হান্নান।
যশোরের প্রতিটি উপজেলা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দোয়ায় অংশ নেন।
দোয়া পূর্বে বক্তারা মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক প্রজ্ঞা, দল ও দেশের প্রতি তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

্রিন্ট

আরও সংবদ