খুলনা | রবিবার | ০২ নভেম্বর ২০২৫ | ১৮ কার্তিক ১৪৩২

দাকোপ-বটিয়াঘাটা ও চালনা পৌর বিএনপির যৌথ মতবিনিময়

ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যের বিকল্প নেই : পাপুল

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৭ এ.এম | ০২ নভেম্বর ২০২৫


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল বলেছেন জনবান্ধব ও অত্যাধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে সকলকে সাথে নিয়ে ভাতৃত্বের বন্ধন স্থাপন করে কাজ করতে চাই। আমার পরিকল্পনাগুলো জনসাধারণের কাছে ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি, তারা আমাদের উপর আস্থাশীল হয়েছেন। এই অঞ্চলের জনসাধারণ স্বতঃস্ফ‚র্তভাবে আমাদের সাদরে গ্রহণ করেছেন। আপনারা সকলেই জনসাধারণের কাছে বিএনপির ৩১ দফা ও আমাদের প্রতিশ্র“তি পৌঁছে দিন। 
দাকোপ-বটিয়াঘাটা উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির যৌথ মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। গতকাল শনিবার রাতে জিয়াউর রহমান পাপুলের খুলনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম।
তিনি বলেন ৫ আগষ্ট ছাত্রজনতা ও বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যায়, এ সুযোগে অপরাধীরা ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিলো, এই অঞ্চল জুড়েই চাঁদাবাজি দখলবাজি লুটতরাজ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, তৃণমূলের প্রতিটি অঞ্চলে আমাদের পদচারণায় অপরাধীরা পালিয়ে যেতে বাধ্য হয়। 
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য ও চালনা পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ শাকিল আহমেদ দিলু, জেলা বিএনপির সদস্য জি এম রফিকুল হাসান, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান লেলিন। উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সহ-সভাপতি জামাল উদ্দিন, চালনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আল আমিন সানা, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনো, চালনা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আইয়ুব কাজী, আব্দুল বারিক শেখ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাধারন সম্পাদক কানিজ ফাতিমা নূপুর, দাকোপ উপজেলা মহিলাদের সাধারন সম্পাদক মনজিলা পারভীন, জেলা সাইবার দলে সাধারন সম্পাদক রাসেল আহমেদ, জসিম উদ্দিন, আসাবুর রহমান, শাহিন খান, মানস কুমার গোলদার, খালেদা বেগম, জুলফিকার আলী জুলু, মাঈন উদ্দিন খান, ইসমাইল হোসেন, মোয়াজ্জেম মোল্লা, হাবিবুল্লাহ তারেক, আলামীন হোসেন রিংকু, অমিও পাল, অসিউর রহমান কিশোর, রবীন্দ্রনাথ মন্ডল, সাজ্জাদ হোসেন দুদুল, প্রকাশ বালা প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ