খুলনা | রবিবার | ০২ নভেম্বর ২০২৫ | ১৮ কার্তিক ১৪৩২

‘আন্দোলন-সংগ্রামের মাঠে না থাকা নেতাদের খুলনায় ঠাঁই হবে না’

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৮ এ.এম | ০২ নভেম্বর ২০২৫


নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, আন্দোলন-সংগ্রামের মাঠে যারা ছিলেন না, সেইসব নেতাদের খুলনার মাটিতে ঠাঁই হবে না। এই মাটি তাদের, যারা হামলা-মামলা উপেক্ষা করে রাজপথে ছিলেন। কোনো মৌসুমী পাখি বা মৌসুমী শক্তি এসে আমাদের বিজয়কে নস্যাৎ করতে পারবে না। যারা দুঃসময়ে দলের পাশে ছিল, হামলা-মামলার ভয়ে পালিয়ে যায়নিÑতাদের দিয়েই খুলনার বিএনপি গঠিত হবে। ২০২২ সালে যারা পুলিশের ভয়ে পালিয়ে গিয়েছিল, তাদের দিয়ে খুলনার আন্দোলন সফল হবে না।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর ময়লাপোতা মোড় থেকে বিএনপি’র ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচার ও লিফলেট বিতরণ শুরু হয়। নিরালা মোড় পর্যন্ত এই কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
তুহিন বলেন বলেন, খুলনার মাটিতে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যারা অতীতে বেঈমানি করেছে, জনগণ তাদের চিনে ফেলেছে। যারা হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে জীবন দিয়েছেন, জেলে গেছেন, নির্যাতিত হয়েছেনÑতারা কোনো মৌসুমী পাখির পক্ষে রায় দিতে পারেন না।”
৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি প্রসঙ্গে শফিকুল আলম তুহিন বলেন, “বিএনপি’র ৩১ দফা হচ্ছে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার নীলনকশা। এই কর্মসূচি শুধু দলীয় নয়, এটি দেশের পুনর্গঠনের অঙ্গীকার। দুর্নীতিমুক্ত প্রশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, গণমাধ্যমের স্বাধীনতা ও নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে।” 
সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ূন কবির, শেখ হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদসহ সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতী দল, মহিলা দল ও জাসাসের নেতা-কর্মীরা। হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে কর্মসূচিটি জনসমুদ্রে রূপ নেয়। ধানের শীষের পক্ষে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ময়লাপোতা থেকে নিরালা মোড় পর্যন্ত। এ সময় নেতা-কর্মীরা পথচারী ও দোকানীদের মধ্যে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

্রিন্ট

আরও সংবদ