খুলনা | রবিবার | ০২ নভেম্বর ২০২৫ | ১৮ কার্তিক ১৪৩২

খুলনা অঞ্চল জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ

সব রাজনৈতিক দলের সমান সুযোগ ও স্বাধীন কর্মকান্ডের পরিবেশ নিশ্চিত করতে হবে : আজাদ

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৯ এ.এম | ০২ নভেম্বর ২০২৫


জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, জুলাই জাতীয় সনদকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করতে হবে। এই প্রেক্ষাপটে গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে আইনি স্বীকৃতি প্রদান করে তার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানানো হয়। তিনি বলেন,  দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। তাই আমরা সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার পরিবেশ নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।
গতকাল শনিবার সকালে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে জামায়াতের খুলনা অঞ্চলের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
খুলনা অঞ্চল নির্বাচনী দায়িত্বশীল মাস্টার শফিকুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, মুহাদ্দিস রবিউল বাসার, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম, খুলনা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, খুলনা মহানগরী সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, খুলনা জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, বাগেরহাট-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মঞ্জুরুল হক রাহাত প্রমুখ। এ ছাড়া সমাবেশে খুলনা অঞ্চলের অধীনে ৪টি জেলা ও মহানগরীর ১৩টি আসনের পরিচালক এবং সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ