খুলনা | রবিবার | ০২ নভেম্বর ২০২৫ | ১৮ কার্তিক ১৪৩২

নগরীর তিন ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র হচ্ছে জনগণকে নিয়ে তা প্রতিহত করবো : এড. মনা

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৯ এ.এম | ০২ নভেম্বর ২০২৫


মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, আগামী নির্বাচনকে ঘিরে নতুন ষড়যন্ত্র হচ্ছে। আমরা ১৭ বছর ধরে ভোটাধিকারের জন্য লড়াই করছি। যারা আবারও ভোট বঞ্চনার ষড়যন্ত্র করছে, জনগণকে সঙ্গে নিয়ে সেই চক্রান্ত প্রতিহত করা হবে। গতকাল শনিবার রাতে নগরীর ২৯, ৩০ ও ৩১নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে শফিকুল আলম মনা বলেন, এই সরকার দেশের গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। বিএনপি’র হাজারো নেতা-কর্মীকে গুম, হত্যা ও নির্যাতন করা হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অসংখ্য নেতা আজও নিখোঁজ। তাদের পরিবারের কান্না থামেনি।
জিয়া পরিবারের ত্যাগ ও নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশে জিয়া পরিবারের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আর কেউ নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। তারেক রহমান নিজের ভাইয়ের মুখটিও শেষবার দেখতে পারেননি। তিনি বলেছেন ‘আমার মা এখন আর আমার কাছে থাকেন না, তিনি এখন জনগণের মা।’
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মনা বলেন, “জিয়াউর রহমান জনগণের কল্যাণে জীবন উৎসর্গ করেছিলেন। খাল খনন থেকে শুরু করে গণশিক্ষা কর্মসূচি সবকিছুই ছিল সাধারণ মানুষের উন্নয়নের জন্য। মৃত্যুর পরও তাঁর নামে এক ছটাক জমি বা ব্যাংক ব্যালেন্স পাওয়া যায়নি।”
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা তুলে ধরে তিনি বলেন, “তারেক রহমান দেশের মানুষের জন্য নতুন স্বপ্ন দেখিয়েছেন। বিএনপি ক্ষমতায় গেলে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘হেলথ কার্ড’ চালু করা হবে যার মাধ্যমে জনগণ অর্ধেক দামে নিত্যপণ্য ক্রয় ও বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে। পাশাপাশি এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।”
ধর্মীয় রাজনীতির অপব্যবহারের সমালোচনা করে মনা বলেন, “আজকাল অনেকে জান্নাতের টিকিট বিক্রি করছে। বলছে আমাদের ভোট দিলে জান্নাতে যাবেন। এটি আল্লাহর সঙ্গে শিরক করার সামিল, যা কখনো ক্ষমার যোগ্য নয়।” তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থেকে আগামী আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার আহবান জানান।
সভায় উদ্বোধক ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিরাজুর রহমান মিরাজ এবং প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব মোঃ ইস্তিয়াক আহমেদ ইস্তি। বিশেষ বক্তা ছিলেন সিনিয়র যুগ্ম-আহবায়ক মুনতাসির আল মামুন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক বদরুল আলম খান, সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ মোল্লা। সভাপতিত্ব করেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম কিবরিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রায়হান বিন কামাল। অনুষ্ঠানে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ