খুলনা | সোমবার | ০৩ নভেম্বর ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২

কালিগঞ্জের মৌতলায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪৮ পি.এম | ০২ নভেম্বর ২০২৫


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী গরীবের ডাক্তার হিসেবে পরিচিত অধ্যাপক ডাঃ শহিদুল আলমের পক্ষ থেকে উপজেলার মৌতলায় লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে মৌতলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল কবিরের সভাপতিত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন সংক্রান্ত এই লিফলেট এলাকার ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে পৌঁছে দেয়া হয়। এ সময় সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য শেখ নুরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজু আহমেদ জাকির, আবু হাসান, বিএনপি নেতা শেখ খাইরুল আলম, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, শেখ রবিউল ইসলাম, এস এম হাফিজুর রহমান বাবু, মোঃ কিসমাতুল বারী, মিলন সরকার, মোঃ আইয়ুব হোসেন, ফজলুর রহমান, জাকির হোসেন পাড়, জিয়াউর রহমান জিয়া, মোঃ আবেদিন, মোঃ শাহিদুল আলম কালাম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান খোকা, সাবেক যুবদল নেতা নজরুল ইসলাম নজু, জিন্নাত খান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম সেলিম আহম্মেদ, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. সেলিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, যুগ্ম-আহবায়ক আল মামুন, অলিদ হোসেন, উপজেলা জাসাস’র যগ্ম-আহবায়ক আব্দুল লতিফ, হাসানুজ্জামান, যুবদল নেতা কাজি তহিনুর রহমান, কাজী হাবিবুর রহমান, ইউপি সদস্য আব্দুল কাদের, শামীম পারভেজ, মহসিন আলী, আব্দুল আলিম বাবু, আশরাফুল ইসলাম, শেখ আফজাল হোসেন, মোঃ সেলিম, ইমন হোসেন, আবু ইউসুফ, সাফায়েল মোড়ল, মোঃ ফিরোজ হোসেনসহ মৌতলা ইউনিয়ন বিএনপি’র এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ