খুলনা | সোমবার | ০৩ নভেম্বর ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২

অভয়নগরে ২৩৪০ কৃষক পেলো বীজ ও সার

অভয়নগর প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ০২ নভেম্বর ২০২৫

 

অভয়নগরে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ রবি মৌসুমে গম, সরিষা, মসুর, শীতকালীন পেঁয়াজ, সূর্যমুখী ও অড়হর ফসলের বীজ ও সার বিতরণের উদ্বোধন হয়েছে। উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকার ২ হাজার ৩৪০ জন কৃষক-কৃষাণীর মাঝে এসব উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। 
অভয়নগর উপজেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্ত¡রে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ফারাজী মতিয়ার রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন জানান ২ হাজার ৩৪০ জন কৃষক-কৃষাণীর মধ্যে ১১০ জনকে ২০ কেজি করে গমের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হচ্ছে। এছাড়া ২ হাজার ১০০ জনকে ১ কেজি করে সরিষা বীজ, ২০ জনকে এক কেজি করে শীতকালীন পেঁয়াজের বীজ ও ২০ জনকে এক কেজি করে সূর্যমুখীর বীজসহ প্রত্যেককে ১০ কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার দেওয়া হচ্ছে।
তিনি আরো জানান ৮০ জনকে ৫ কেজি করে মসুরের বীজসহ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার এবং আরো ১০ জনকে ২ কেজি করে অড়হরের বীজসহ জনপ্রতি ৫ কেজি এমওপি ও ৫ কেজি করে ডিএপি সার দেওয়া হচ্ছে।  

্রিন্ট

আরও সংবদ