খুলনা | সোমবার | ০৩ নভেম্বর ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২

শ্যামনগরে প্যাথলজীতে অভিযান ২ টিতে জরিমানা, ১টি বন্ধ

শ্যামনগর প্রতিনিধি |
১১:৫০ পি.এম | ০২ নভেম্বর ২০২৫


সাতক্ষীরার শ্যামনগর সদরে প্যাথলজীগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ টিতে জরিমানা, ১ টি বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার বিকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন এ অভিযান পরিচালনা করেন। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে বিধি ভঙ্গের দায়ে পরিচালিত শ্যামনগর প্যাথলজীতে ৩ হাজার ও ফাতেমা ডায়াগনস্টিক সেন্টারে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া লাইসেন্স না থাকা, নবায়ন না করা এবং অন্যান্য কাগজপত্র না থাকায় মেডিকেল সাইন্স ল্যাবে তালা বদ্ধ করা হয়। এছাড়া তট প্যাথলজী, বিসমিল­াহ প্যাথলজী, মডেল প্যাথলজীও অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সংবাদ পেয়ে মানবসেবা ল্যাব প্যাথলজী (কফি হাউজের উপরে) ও আল মদিনা প্যাথলজি কৌশলে তালা বদ্ধ করে মালিক পক্ষ পালিয়ে যায়।  অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জিয়াউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তরিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এস এম মোস্তফা কামাল প্রমূখ। সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন বলেন সরকারি বিধি মোতাবেক লাইসেন্সসহ সকল নীতিমালা অনুযায়ী পরিচালিত না হলে নিয়ম অনুসারে প্যাথলজি বন্ধ করা হবে এবং এ অভিযান অব্যহত থাকবে।

্রিন্ট

আরও সংবদ