খুলনা | সোমবার | ০৩ নভেম্বর ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২

ঢাকায় সিপিবি’র সমাবেশ সফলে নগরীর ২৭ ও ২৫নং ওয়ার্ডে সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:৩০ এ.এম | ০৩ নভেম্বর ২০২৫


আগামী ১৪ নভেম্বর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র জাতীয় সমাবেশ সফলে নগরীর ২৭নং ওয়ার্ড শাখার সভা শনিবার বিকেল ৫টায় পার্টির অস্থায়ী কার্যালয়ে শাখা সম্পাদক গোলাম রব্বানির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন নগর সিপিবি’র সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সদর থানা সভাপতি তোফাজ্জেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, সায়েদুর রহমান, এড. সুব্রত কুন্ডু, মহেন্দ্রনাথ সেন ও হরিপদ দেবনাথ প্রমুখ। 
অনুরূপভাবে ২৫নং ওয়ার্ড শাখার রোববার সভা সন্ধ্যা সাড়ে ৬টায় পার্টির অস্থায়ী কার্যালয়ে শাখা সম্পাদক ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিবি মহানগর সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কমরেড পংকজ পাল, বীর মুক্তিযোদ্ধা কমরেড আনন্দ মোহন রায় প্রমুখ। উভয় সভায় জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।
 

্রিন্ট

আরও সংবদ