খুলনা | সোমবার | ০৩ নভেম্বর ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২

শরণখোলায় গাছ চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি |
০১:১৩ এ.এম | ০৩ নভেম্বর ২০২৫


বাগেরহাটের শরণখোলায় গাছের নিচে চাপা পড়ে সুলতান হাওলাদার (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামে পিলের রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান ওই গ্রামের আনিস হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় কাঠ ব্যবসায়ী শহিদুল ইসলামের শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা রাসেল আহমেদ জানান কাঠ ব্যবসায়ী শহিদুল ইসলাম পিলের রাস্তা এলাকার ইউসুফ মাতুব্বরের বাড়ির একটি চাম্বল গাছ ক্রয় করেন। সকাল ৯টার দিকে গাছটি কাটতে যান তার শ্রমিকরা। গাছটি কাটার শেষ হলে দড়ি বেঁধে টেনে ফেলার চেষ্টা করছিলেন তারা। গাছটি মাটিতে পড়ার সময় দ্রুত সরে যাওয়ার আগেই ওই গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান সুলতান। 
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল­াহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনা থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। 
 

্রিন্ট

আরও সংবদ