খুলনা | সোমবার | ০৩ নভেম্বর ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২

সাতক্ষীরায় হোটেলে সরবরাহকালে পচা মাংস আটক, ৩০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:১৪ এ.এম | ০৩ নভেম্বর ২০২৫


সাতক্ষীরায় পচা খাসির মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল সাড়ে ৮টার দিকে শহরের লাবনী মোড় থেকে এ মাংস জব্দ করা হয়। অভিযুক্ত মাংস ব্যবসায়ী মোঃ আব্দুল কাদের দেবহাটা উপজেলার বহেরা গ্রামের মোঃ রুহুল কুদ্দুসের ছেলে। শহরের কামালনগর এলাকার কবির মিট নামে তার একটি মাংসের দোকান রয়েছে। 
পুলিশ জানায় আব্দুল কাদের নামের এক ব্যক্তি খাবার অনুপযোগী ৩০ কেজি ছাগলের মাংস বিক্রির জন্য সাতক্ষীরা শহরে নিয়ে আসলে সকাল সাড়ে ৮টার দিকে লাবনী মোড় এলাকা থেকে স্থানীয় মাংস ব্যবসায়ীরা তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সাতক্ষীরার সরকারি পরিচালক মেহেদী হাসান, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা দীপঙ্কর দত্ত, জেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি সার্জন ডাঃ বিপ্ল¬ব জিৎ মন্ডল, কাটিয়া পুলিশ ফাঁড়ির এসআই শেখ বোরহান প্রমুখ। 
ভেটেনারি সার্জন ডাঃ বিপ্লব জিৎ মন্ডল জানান জব্দকৃত মাংস পরীক্ষা করার পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম মেয়াদ উত্তীর্ণ, মাংসের রং নষ্ট ও  ছড়ানো মাংস সরবরাহের জন্য ৬৭০/২০২৫ নং মামলার ৪৫ ধারায় দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আব্দুল কাদেরকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে জব্দকৃত মাংস উপস্থিত সকলের সামনে বিনষ্ট করা হয়।
প্রসঙ্গত স¤প্রতি জেলা মাংস ব্যবসায়ী সমিতির সেক্রেটারি অলিউর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকে প্রচার করেন জেলার বিভিন্ন এলাকা থেকে খাবার অনুপযোগী মাংস সাতক্ষীরা শহরে এনে হোটেল রেস্তোরাঁয় বিক্রি করা হয়। যে কারণে হোটেল রেস্তোরাঁর মালিকরা শহরের মাংস ব্যবসায়ীদের কাছ থেকে আর মাংস কিনছে না বলে অভিযোগ করেন তিনি। 
এদিকে রেস্তোরা মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। একই সাথে নেতৃবৃন্দ জানান তারা রুচিসম্মত ও উন্নত মানের খাবার পরিবেশনের জন্য যেসব দোকান থেকে মাংস ক্রয় করে থাকেন সেসব দোকানের মেমো সংগ্রহ করে রাখেন। সেই সাথে হোটেল রেস্তোরাঁয় উন্নত রুচিসম্মত খাবার পরিবেশনে তারা সব সময় বদ্ধপরিকর। 
রেস্তোরাঁ মালিক সমিতির বক্তব্যের পরিপ্রেক্ষিতে মাংস ব্যবসায়ীরা বাইরে থেকে যাতে শহরে খাবার অনুপযোগী মাংস ঢুকতে না পারে সেজন্য গোপনে বিভিন্ন জায়গায় পাহারা দিতে থাকেন। এক একপর্যায়ে রোববার সকালে শহরের লাবনী মোড় থেকে নিম্নমানের খাওয়ার অনুপযোগী দুর্গন্ধযুক্ত ৩০ কেজি ছাগলের মাংস জব্দ করেন তারা। 
এ ব্যাপারে অভিযুক্ত কবির মিট-এর প্রোপাইটার মোঃ আব্দুল কাদের জানায় সে কুলিয়া বাজারে ছাগল জবাই করে সেই মাংস শহরের কাচ্চি ডাইনসহ কয়েকটি হোটেলে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল। কাবির মিট নামে শহরে কামালনগর বউবাজার এলাকায় তার একটি মাংসের দোকান রয়েছে।
মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কাদের ও সেক্রেটারি অলিউর রহমান জানান অভিযুক্ত মাংস ব্যবসায়ী আমাদের সমিতিভুক্ত নয়। শহরের বাইরের থেকে কোন মাংস শহরে বিক্রি করা যাবে না। আমরা বেশ কয়েকদিন ধরে শহরের বিভিন্ন স্থানে পাহারা দিচ্ছিলাম কোন ধরনের নিম্নমানের মাংস যাতে শহরে প্রবেশ করতে না পারে। এ ব্যাপারে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ শাহ আলম জানান আমরা চাই এই অভিযুক্ত ব্যক্তি দুর্গন্ধযুক্ত মাংস কোন কোন হোটেলে সাপ্লাই দেয়। যেসব হোটেল খাওয়ার অনুপযোগী মাংস ক্রয় করে তাদেরকে চিহ্নিত করে সংগঠন থেকে বহিষ্কার করা হবে। 

্রিন্ট

আরও সংবদ