খুলনা | মঙ্গলবার | ০৪ নভেম্বর ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২

কনুইকাণ্ড: সেই সাংবাদিককে বুকে টেনে নিলেন বিএনপি নেতা সালাম

খবর প্রতিবেদন |
০৩:৪৬ পি.এম | ০৩ নভেম্বর ২০২৫


কনুই দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সাংবাদিক মোদাব্বের হোসেনকে বুকে টেনে নিলেন। সামাজিক মাধ্যমে কনুই দিয়ে আঘাত করার ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি প্রথমে ফোনে দুঃখ প্রকাশ করেন। পরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মোদাব্বের হোসেনের সঙ্গে দেখা করে তাকে বুকে টেনে নেন।

আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের নিচতলায় সাংবাদিক মোদাব্বেরকে বুকে টেনে নেন তিনি। এ সময় কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।

গত শনিবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক অনুষ্ঠানের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাড়িতে ওঠার সময় পাশে দাঁড়িয়ে থাকা সিনিয়র সাংবাদিক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোদাব্বের হোসেনকে কনুই দিয়ে ধাক্কা দেন আবদুস সালাম।

রোববার (২ নভেম্বর) ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই মন্তব্য করছেন, একজন মুক্তিযোদ্ধা ও সিনিয়র নেতার কাছ থেকে এমন আচরণ শোভনীয় নয়।

ভিডিওটি ছড়ানোর পর বিএনপি নেতার এমন আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে নেতাকর্মী ও সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এ ঘটনার জন্য আবদুস সালাম তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করেছিলেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, সামাজিক মাধ্যম বিষয়টা আসার পর আব্দুস সালাম সিনিয়র সাংবাদিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নিউজ এডিটর মোদ্দাবির ভাইয়ের সঙ্গে কথা বলছেন, দুঃখ প্রকাশ করেছেন। আমি নিজেও মোদ্দাবির ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন এত মানুষের ভিড়ে এরকম পরিস্থিতি হয়েছে।

শায়রুল কবির বলেন, সালাম ভাই সিনিয়র সাংবাদিক ভাইকে বলেছেন তিনি এ রকম পরিস্থিতির জন্য দুঃখিত। বিষয়টি ক্ষমা দৃষ্টিতে দেখার অনুরোধ করেছেন। জবাবে মোদ্দাবির ভাই উনাকে বলছেন আপনারা সিনিয়র নেতৃবৃন্দ এ ধরনের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে আরো সতর্ক থাকার চেষ্টা করবেন।

্রিন্ট

আরও সংবদ