খুলনা | মঙ্গলবার | ০৪ নভেম্বর ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২

গেইল-সাকিবদের পারিশ্রমিক না দিয়েই পালালেন লিগের আয়োজকেরা

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৪৪ পি.এম | ০৩ নভেম্বর ২০২৫


শ্রীনগরে প্রথমবারের মতো আয়োজিত ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। স্থানীয় যুব সমাজের উদ্যোগে ও জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শুরু হওয়া এই টি–টোয়েন্টি লিগটি শুরু হয়েছিল ২৫ অক্টোবর, আর ফাইনাল হওয়ার কথা ছিল ৮ নভেম্বর।

তবে ৩১ অক্টোবরের পর থেকে লিগটি বন্ধ হয়ে আছে। প্রথমে বলা হয়েছিল, এটি কারিগরি ত্রুটির কারণে স্থগিত হয়েছে। কিন্তু পরে জানা যায়, আসল কারণ হলো আয়োজকরা শ্রীনগর ছেড়ে পালিয়ে গেছেন।

এই লিগে অংশ নিতে এসেছিলেন ক্রিস গেইল, থিসারা পেরেরা, এমনকি সাকিব আল হাসানও উরি প্যান্থাস দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু আয়োজকদের বিল না দেওয়ায় খেলোয়াড় ও আম্পায়ারদের হোটেলে আটকে পড়তে হয়। পরে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তারা ছাড়া পান।

ইংলিশ আম্পায়ার মেলিসা জুনিপার গণমাধ্যমকে জানান, “আয়োজকরা হোটেল থেকে পালিয়ে গেছে। তারা হোটেল বিল বা খেলোয়াড় ও আম্পায়ারদের পারিশ্রমিক দেয়নি। পরে হোটেল মালিকদের সঙ্গে কথা বলে আমরা ছাড়া পাই। এটা সম্পূর্ণ অন্যায়।”

টুর্নামেন্টের জন্য বাকসি স্টেডিয়াম ভাড়া করা হয়েছিল এবং দ্য রেসিডেন্সি হোটেলে ১৫০টি রুম নেওয়া হয়েছিল ১০ দিনের জন্য। হোটেল কর্তৃপক্ষ জানান, “তারা বলেছিল কাশ্মীরি পর্যটনকে বিশ্বে তুলে ধরবে, বড় তারকাদের নিয়ে দুর্দান্ত আয়োজন করবে। কিন্তু রবিবার সকালে জানতে পারলাম, তারা সবাই উধাও, বিলও পরিশোধ করেনি।”

্রিন্ট

আরও সংবদ