খুলনা | মঙ্গলবার | ০৪ নভেম্বর ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২

বিশ্বকাপ জেতায় নারী ক্রিকেটারদের জন্য বিশাল অঙ্কের পুরস্কার ঘোষণা ভারতের

ক্রীড়া প্রতিবেদক |
০৫:০৩ পি.এম | ০৩ নভেম্বর ২০২৫


দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শিরোপা জয়ে আইসিসি থেকে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা। এ ছাড়া বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াও (বিসিসিআই) চ্যাম্পিয়নদের জন্য পুরস্কার ঘোষণা করেছে।

চ্যাম্পিয়ন ভারত দলের জন্য ৫১ কোটি রুপি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭১ কোটি টাকার পুরষ্কার ঘোষণা করেছে বিসিসিআিই। এই অর্থ খেলোয়াড়, কোচ ও সাপোর্টিং স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

ভারতের এই জয়কে ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখছেন বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সাইকিয়া বলেন, ‘এই জয় শুধু এক ম্যাচের জয় নয়, এটি এমন এক মুহূর্ত যা ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ বদলে দেবে।’

সাইকিয়ার মতে, এ থেকে অনুপ্রাণিত হবেন দেশের নারী ক্রিকেটাররা, যা ক্রিকেট উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘এই সাফল্য পরবর্তী প্রজন্মের নারী ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাবে। এটি নারীদের ক্রিকেটের ইতিহাসে এক বিশাল পদক্ষেপ।’

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী ওয়ানডে বিশ্বকাপের আগমুহূর্তে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল। সদ্য সমাপ্ত বিশ্বকাপে মোট পুরস্কার ধরা হয়েছিল ১৩.৮৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা), যা ২০২২ সালের সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপের তুলনায় প্রায় চার গুণ বেশি। অবাক করা তথ্য হলো, নারীদের এই বিশ্বকাপের পুরস্কার অর্থ ২০২৩ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি। সেবার পুরুষদের আসরে প্রাইজমানি ছিল ১০ মিলিয়ন ডলার।

্রিন্ট

আরও সংবদ