খুলনা | মঙ্গলবার | ০৪ নভেম্বর ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২

নগরীর নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক |
১২:০৯ এ.এম | ০৪ নভেম্বর ২০২৫


নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ২ দিনব্যাপী বার্ষিক ফুটবল টুর্নামেন্ট-২০২৫। 
সোমবার (০৩ নভেম্বর) দুপুরে নগরীর খালিশপুর থানাধীন মোংলা পোর্ট কলোনি মাঠে এই বর্ণাঢ্য খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে ২ দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান। 
পরে তিনি সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন,  খেলায় হার-জিত থাকবে, তোমরা খেলা উপভোগ করো এবং ভবিষ্যতে ভালো কোন গন্তব্যে পৌঁছানোর প্রস্তুতি নেও। পাশাপাশি তিনি চলতি মাসের ১৮ ই নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস কে বর্ণাঢ্য আয়োজনে পালন করার  আশাবাদ ব্যক্ত করেন। আর তার জন্য বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এর পর তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মনোমুগ্ধকর ফুটবল টুর্নামেন্টের খেলা দর্শক গ্যালারিতে বসে উপভোগ করেন। 
এ সময় উপস্থিত ছিলেন,নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য, সৈয়দ হাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ফারজানা আক্তার, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন হাসিবুল হোসেন সুমন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, আইকিউএসি’র পরিচালক মো. আনিসুর রহমান, প্রক্টর শাকিল আহমেদ, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ৬ টি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২ দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

্রিন্ট

আরও সংবদ