খুলনা | মঙ্গলবার | ০৪ নভেম্বর ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২

জেলা ক্রীড়া অফিস খুলনার আয়োজনে

দিঘলিয়ায় কাবাডি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক |
১২:১০ এ.এম | ০৪ নভেম্বর ২০২৫


তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৫-২৬ এর আওতায় জেলা ক্রীড়া অফিস খুলনার ব্যবস্থাপনায় কাবাডি প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান গতকাল সোমবার দিঘলিয়া উপজেলার এম এ মজিদ মডেল মাধ্যামিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন দিঘলিয়া উপজেলার সহকারি কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস। 
দিঘলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। টুর্নামেন্টে ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও দিঘলিয়া কাবাডি একাডেমি রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সহকারী শিক্ষকগন টুর্নামেন্ট পরিচালনা করেন। বিশেষ অতিথি ছিলেন এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিজাউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলীমুজ্জামান।

্রিন্ট

আরও সংবদ