খুলনা | মঙ্গলবার | ০৪ নভেম্বর ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২

স্বেচ্ছাসেবক দলের ২১, ২২, ২৩নং ওয়ার্ড শাখার কর্মীসভা

নির্বাচন অত্যন্ত কঠিন হবে, ভোট বানচালের ষড়যন্ত্র চলছে : এড. মনা

খবর বিজ্ঞপ্তি |
০২:১৫ এ.এম | ০৪ নভেম্বর ২০২৫


আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত কঠিন হবে এবং দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এড. শফিকুল আলম মনা।
সোমবার সন্ধ্যায় সদর থানার গোলকমনি পার্কে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সদর থানা ২১, ২২, ২৩নং ওয়ার্ড শাখার কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অজ্ঞাত কিছু লোক বাংলাদেশের নির্বাচন বানচাল করার জন্য একের পর এক ষড়যন্ত্র করছে। কখনও তারা গণভোটের কথা বলছে, কখনও পিআর পদ্ধতির কথা বলছেÑযা তারা নিজেরাও বোঝে না। এই সবই হচ্ছে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার চক্রান্ত।” 
তিনি আরও বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগেই বলেছেনÑআগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে। কারণ একটি চক্র মানুষের ভোটাধিকার হরণ করতে চায়। তারা ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো’Ñএই গণতান্ত্রিক শ্লোগান মুছে দিতে চায়।” বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে মনা বলেন, “এ দেশে এমন এক প্রজন্ম বেড়ে উঠেছে যারা গত ১৭ বছরে ভোট দিতে পারেনি। আওয়ামী লীগের দুঃশাসনে রাতে ব্যালট বাক্স ভরে দেওয়া হয়, ভোটকেন্দ্রে যাওয়ার আগেই মানুষকে হুমকি দেওয়া হয়। এটা কোনো গণতন্ত্র নয়, এটি হচ্ছে ফ্যাসিবাদ।” 
দলের আন্দোলন সংগ্রামের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, “আমরা হাসিনার পদত্যাগ দাবি করছি, কারণ আমরা চাইÑবাংলাদেশের মানুষ যেন ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারে। দেশনায়ক তারেক রহমান জনগণের ভোটাধিকার ও মানবাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।”
সভায় তিনি খুলনার নেতা রকিবুল ইসলাম বকুলের মানবিক ভ‚মিকার প্রশংসা করে বলেন, “করোনার সময় যখন নিজের ভাইও ভাইকে চিনত না, তখন তিনি মানুষের বাড়িতে খাবার ও অক্সিজেন পৌঁছে দিয়েছেন। এমন মানবিক রাজনীতিই জাতীয়তাবাদের প্রকৃত চেতনা।” 
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে মনা বলেন, “আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। প্রতিটি বাড়িতে বাড়িতে যান, ঐক্যবদ্ধ হোন, এবং ধানের শীষকে বিজয়ী করতে কাজ করুন। যত ষড়যন্ত্রই হোক না কেন, ইনশাআল্লাহ আগামীতে ধানের শীষের প্রার্থীই জয়ী হবে এবং দেশনায়ক তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।”
কর্মীসভা উদ্বোধন করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহানগর শাখার আহবায়ক মিরাজুর রহমান মিরাজ। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহানগর শাখার সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইস্তি। বিশেষ বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দল নগর শাখার সিনিয়র যুগ্ম-আহবায়ক মুনতাসির আল মামুন। 
স্বেচ্ছাসেবক দল সদর থানার আহবায়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে  সদস্য সচিব রায়হান বিন কামালের সঞ্চালনায় কর্মী সভায় উপস্থিত ছিলেন মাহমুদুল হক টিটু, সাইফুল ইসলাম মল্লিক, মিরাজ শাহিন শুভ, নাঈম হাসান হাসিব, মঞ্জুর শাহীন রুবেল, তাসনিম রেজা তানিম,  আসাদুজ্জামান মিঠু, মিরাজ হোসেন, মাহমুদ আকুঞ্জি, মনিরুজ্জামান মনি, সাজু হাওলাদার, রিপন শিকদার প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ