খুলনা | মঙ্গলবার | ০৪ নভেম্বর ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা বিএনপি’র প্রস্তুতি সভা

সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করতে হবে : মনি

খবর বিজ্ঞপ্তি |
০২:১৫ এ.এম | ০৪ নভেম্বর ২০২৫


বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেসিসির সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি বলেছেন সকল ভেদাভেদ ভুলে সকলকে এক কাতারে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থীর পক্ষে সকলকে কাজ করতে হবে। আমরা যেমন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সকলে ঐক্যবদ্ধ ভাবে নির্বাসনে পাঠিয়েছি, ঠিক তেমনি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যাকে দল ধানের শীষ প্রতীক দিয়ে মনোনীত করেছে তাদের পক্ষে থাকতে হবে। আমাদেরকে সকল রাগ, প্রতিহিংসা ও বিদ্বেষ উপেক্ষা করে সকলকে মিলেমিশে চলতে হবে। দলের সকল নির্দেশনা মেনে সামনের দিকে এগোতে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সকলে এক সাথে কাজ করেছি। সেটা যেন কোন ভাবে কোন অশুভ শক্তি বাধা হয়ে দাঁড়াতে না পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জুকে ধানের শীর্ষ-এর প্রার্থী হিসেবে মনোনীত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটির সকল সদস্যকে খুলনা বিএনপি’র পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য্য, সাহস ও শক্তি উপার্জন করে সকল কাজ সমাপ্ত করতে তৌফিক দান করেন।          
তিনি সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপি’র কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। 
সভায় আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-এর কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে বিকেল ৩টায় নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপি’র কার্যালয় চত্বরে জমায়েত, সমাবেশ, দোয়া এবং নগরীতে বর্ণাঢ্য র‌্যালির সিদ্ধান্ত গৃহিত হয়। 
সভায় খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জুকে ধানের শীর্ষের প্রার্থী হিসেবে মনোনীত করায় মহান আল্লাহতায়ালার নিকট লাখো কোটি শুকরিয়া এবং দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিশেষ দোয়া করা হয়। 
সভায় খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু চিকনগুনিয়া জ¦রে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন থাকায় তার দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।  
সভায় উপস্থিত ছিলেন শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মহিবুজ্জামান কচি, মেহেদী হাসান দিপু, নিজাম-উর রহমান লালু, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, সাদিকুর রহমান সবুজ, গিয়াস উদ্দিন বনি, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, রফিকুল ইসলাম শুকুর, শামসুজ্জামান চঞ্চল, হাসান মেহেদী রিজভী, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, এইচ এম আবু সালেক, আকরাম হোসেন খোকন, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, মহিউদ্দিন টারজান, বাচ্চু মীর, মেহেদী হাসান সোহাগ, আব্দুল জব্বার, জাহিদ কামাল টিটো, আসলাম হোসেন, শরিফুল ইসলাম বাবু, ওমর ফারুক, শামসুর রহমান, আশরাফ হোসেন, মোস্তফা কামাল, আনিসুর রহমান আরজু, আলমগীর হোসেন আলম, মিজানুজ্জামান তাজ, মোহাম্মদ আলী, ইকবাল হোসেন, নাহিদ মোড়ল, লিটু পাটোয়ারী, জাকারিয়া লিটন, হুমায়ুন কবির, আব্দুর রব মুন্সি, রিয়াজুর রহমান, আলম হাওলাদার, মনিরুল ইসলাম, আব্দুল জলিল হাওলাদার, মাজেদা খাতুন, মিজানুর রহমান খোকন, ফিরোজ মোল্লা, খান শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম মাসুম, সাইমুন ইসলাম মাসুম, মাসুদ খান বাদল, নুরুল ইসলাম লিটন, শামীম খান, কাজী ফজলুল কবির টিটো, কামাল উদ্দিন, সুলতান মাহমুদ সুমন, জাহাঙ্গীর হোসেন, গোলাম নবী ডালু, ইফতেখার জামান নবীন, শামীম আশরাফ, শাকিল আহমেদ, মাওলানা আব্দুল গফ্ফার, মোল্লা সোলাইমান, মোল্লা আলী আহমেদ, ফিরোজ আহমেদ, মাহমুদ হাসান মুন্না, ওহিদুজ্জামান, অলিয়ার রহমান আলি, শাহাবুদ্দিন আহমেদ, মিজানুর রহমান মিজান, আমিনুল ইসলাম বুলবুল, মোস্তফা জামান মিন্টু, মাসুদ রেজা, মুশফিকুর রহমান অভি, তরিকুল আলম, জামাল মোড়ল, সেলিম বড় মিয়া, খান রাজিব, আলমগীর ব্যাপারী, মামুনুর রহমান, রাজিবুল আলম বাপ্পি, গৌতম দে হারু, আশিকুর রহমান, শামীম রেজা, সমির কুমার সাহা, শহিদুল ইসলাম লিটন, সাজ্জাদ হোসেন, এ আর রহমান, ইউনুচ শেখ, শামসুল আলম বাদল, ঈশা শেখ, জুয়েল রহমান, পারভেজ মোড়ল, ইমরান হোসেন, সিরাজুল ইসলাম বাবলু, মাসুদ রুমী, সজল আকন নাসিব, আব্দুল করিম, সোহেল খন্দকার, রাজু আহমেদ রাজ, সালাউদ্দিন সান্নু, খান আবু দাউদ, আসাদ সানা, খালেক গাজী, ওসমান গনি, রিফাত হোসেন, মাসুদ পারভেজ, শফি আহমেদ, মহিউদ্দিন আহমেদ, পারভেজ আহমেদ, আল আমিন শেখ, কামরুল আলম খোকন, শাহনাজ সুলতানা, রেশমা বেগম, জাফর হাওলাদার, নাজমা বেগম, লাকি আক্তার প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ