খুলনা | বুধবার | ০৫ নভেম্বর ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল

শার্শা (যশোর) প্রতিনিধি |
১১:৪০ পি.এম | ০৪ নভেম্বর ২০২৫


বিএনপি’র স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাগআঁচড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান মিঠু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। প্রধান অতিথি বলেন, মরহুম তরিকুল ইসলাম ছিলেন একজন সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক রাজনীতিক। তিনি শুধু যশোর নয়, সারা দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তার সততা ও নীতির রাজনীতি আজও আমাদের অনুপ্রেরণা দেয়। বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় ও উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের সার্বিক তত্ত¡াবধানে এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি রুহুল আমিন, উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, কায়বা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, গোগা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোনায়েম হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসনে আশাসহ স্থানীয় নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে মরহুম তরিকুল ইসলামসহ বিএনপি’র প্রয়াত সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

্রিন্ট

আরও সংবদ