খুলনা | বুধবার | ০৫ নভেম্বর ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২

ইসকন নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪২ পি.এম | ০৪ নভেম্বর ২০২৫


হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় শান্তিপূর্ণ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ। মঙ্গলবার বিকালে সাংগঠনিক জেলার পক্ষ থেকে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শহরে একটি মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ কয়ে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবসংঘের সভাপতি মাওঃ মোজাহিদুর রহমানের সভাপতিত্বে মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ মুহাঃ আলতাফ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সভাপতি উপাধ্যক্ষ মাওঃ আব্দুল মান্নান, জেলা উপদেষ্টা অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান, সহ-সভাপতি মাওঃ ফজলুর রহমান, সেক্রেটারি অধ্যাপক মাওঃ মোফলেহুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শহীদুজ্জামান ফারুক, মাওঃ আব্দুল­াহ আল মামুন, মাওঃ আসাদুল­াহ বিন মুসলিম, অধ্যাপক আবুল কালাম আজাদ, মাওঃ মশিউর রহমান প্রমূখ।সমাবেশে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘের জেলা ও উপজেলা এলাকার দায়িত্বশীল, উপদেষ্টাগণসহ সর্বস্তরের শত শত কর্মী ও সমার্থক অংশগ্রহণ করেন। 
প্রধান অতিথি অধ্যক্ষ মাওঃ আলতাফ হোসাইন বলেন ইসকন একটি উগ্রবাদী চরমপন্থী হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন। এরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে হিন্দু মন্দিরস্থাপন ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার নামে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। যার সাথে নিরীহ সাধারণ হিন্দুদের কোন সংশ্লিস্টতা নেই। এরা যুগ যুগ ধরে চলে আসা সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট করতে চায়। এরা সহজ সরল মুসলিম তরুণীদের কে তার্গেট করে হিন্দুদের সাথে অকপর্মে লিপ্ত হতে বাধ্য করেছে। তারা দেশের ব্রাহ্মণ্যবাদী এজেন্ডা বাস্তবায়ন করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এ সময় তিনি হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করাসহ সরকারের কাছে নানা দাবি জানান।
 

্রিন্ট

আরও সংবদ