খুলনা | বুধবার | ০৫ নভেম্বর ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২

দীর্ঘ বছর পর নতুন বিদ্যুৎ সংযোগ পেল ডুমুরিয়ার থুকড়া তহশিল অফিস

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৪২ পি.এম | ০৪ নভেম্বর ২০২৫


১৯২৭ সাল থেকে শুরু হয় থুকড়া তহসিল অফিসের কর্যক্রম। শুরুতে ভূমি অফিসে পাশে একটি স্কুলের কক্ষ থেকে গ্রাহকদের ভূমি সেবা দেওয়া হতো। কিন্তু দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ সংযোগ না থাকায় ডিজিটালাইজড পদ্ধতিতে কাজ করতে হিমশিম খেতে হত। খুলনা পল­ী বিদ্যুৎ সমিতির আওতায় শাহপুর অফিসে আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে ভোগান্তীর অবসান ঘটলো। 
ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, প্রায় ১০০ বছর  আগে থেকে থুকড়া তহশিল অফিসে জমির খাজনা আদায় করা হতো। যদিও সে সময়ে বিদ্যুৎ ছিল না। পরবর্তিতে বিদ্যুৎ ব্যবস্থা চালু হলে পাশের একটি স্কুল থেকে বিদ্যুতের পার্শ্ব সংযোগ নিয়ে কার্যক্রম পরিচালিত হতো। তিনি বলেন সরকারি একটি অফিসে বিদ্যুৎ সংযোগ না থাকায় গ্রাহকদের কাক্সিক্ষত সেবা পেতে হিমশিম খেতে হয়েছে। অবশেষে  মঙ্গলবার নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়া গেলো। ফলে ডিজিটালাইজড ভূমি সেবা নিশ্চিত করা সম্ভব হবে। 
 

্রিন্ট

আরও সংবদ