খুলনা | বুধবার | ০৫ নভেম্বর ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২

আশাশুনি বুধহাটায় শ্রমিক দলের ওয়ার্ড কমিটি গঠন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪৩ পি.এম | ০৪ নভেম্বর ২০২৫


আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে কালভার্ট চত্বরে মঙ্গলবার অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। বুধহাটা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। প্রধান বক্তা ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি আঃ কুদ্দুছ। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রব, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি মামুন হোসেন, ৩নং ওয়ার্ড সভাপতি ডাঃ আঃ রব, ইউনিয়ন যুবদল আহবায়ক মনিরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আহসান হাবিব, ৭নং বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাক আলী, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোস্তাক আলী, ৪নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক শাহিন সরদার, ৭নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক তুহিন পারভেজ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ। সভায় স্থানীয় নেতৃবৃন্দের সমর্থনের ভিত্তিতে আব্দুস সালামকে সভাপতি, হযরত আলীকে সাধারণ সম্পাদক ও সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

্রিন্ট

আরও সংবদ