খুলনা | বুধবার | ০৫ নভেম্বর ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২

ইউএনও বরাবর অভিযোগ

ডুমুরিয়ায় কৃষি জমিতে চিংড়ি চাষ ও কারখানা বন্ধের দাবি

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৪৪ পি.এম | ০৪ নভেম্বর ২০২৫


ডুমুরিয়ায় কৃষি জমি ধ্বংস করে বানিজ্যিক চিংড়ি চাষ ও যত্রতত্র কারখানা স্থাপন বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের দ্বারস্থ হয়েছেন ২৯নং পোন্ডারের অনেক কৃষক। মঙ্গলবার তারা একটি লিখিত অভিযোগ দায়েরের মাধ্যমে এ দাবি জানান। 
অভিযোগে বলা হয়েছে, উপজেলার ভান্ডার পাড়া ইউনিয়নে তেলিখালি, পেড়িখালি, ধানিবুনিয়াসহ বিভিন্ন এলাকায় লবণ পানি তুলে চিংড়ি চাষ, ইট ভাটা ও চুন কারখানা স্থাপন করে কৃষি জমি ধ্বংস করা হয়েছে। খাস জমি প্রভাবশালীদের দখলে। ফলে এলাকার ভূমিহীন পরিবার ও কৃষি জমি দিনে দিনে ধ্বংসের দিকে ধাপিত হচ্ছে। আশু ব্যবস্থা গ্রহণ না করলে অপূরণীয় ক্ষতি হবে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন জানান অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন শামীম হোসেন লাভলু, বাসুদেব কুন্ডু, নওশের আলী, আলাউদ্দিন বিশ্বাস, সুচিত্রা রায়সহ অনেকেই।

্রিন্ট

আরও সংবদ