খুলনা | বুধবার | ০৫ নভেম্বর ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২

কালিগঞ্জে ভাই ভাই কোল্ডস্টোরেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও এক কৃষকের অভিযোগ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪৬ পি.এম | ০৪ নভেম্বর ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জে ‘ভাই ভাই কোল্ডস্টোরেজ’ কর্তৃপক্ষের অবহেলায় বীজ আলু বিনষ্টের অভিযোগ করেছেন বিল­াল হোসেন নামে এক কৃষক। এ ঘটনার প্রতিকার চেয়ে মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের কাজী হাফিজুর রহমানের ছেলে কাজী শাহীন ও কাজী মুরাদের বিরুদ্ধে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারব লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে দুই ভুক্তভোগী কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ওই কোল্ডস্টোরেজের মালিকদের বিপক্ষে ৩৮ লক্ষাধিক টাকা মূল্যের আলু বিনষ্টের অভিযোগ করেন এবং ক্ষতিপূরণের দাবি জানান। 
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দরিদ্র কৃষক বিল­াল হোসেন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী মিস্ত্রিপাড়া মসজিদ সংলগ্ন ভাই ভাই কোল্ডস্টোরেজে সাত বস্তা বীজ আলু (প্রতি বস্তা ওজন ৭০ কেজি) সংরক্ষণ করেন যার মূল্য ১৯ হাজার ৬শ’ টাকা। রোপনের জন্য কোল্ডস্টোরেজে রাখা বীজ আলু আনতে যেয়ে দেখেন ওই আলুর অঙ্কুরোদগম হয়ে আছে। আলুর বস্তা ভিজা এবং প্রতিটি বস্তার আলুর অঙ্কুর বের হওয়ার কারণ জানতে চাইলে কোল্ডস্টোরেজের মালিক খারাপ ব্যবহার করে সেখান থেকে তাড়িয়ে দেন। সঠিক নিয়মে বীজ আলু সংরক্ষণ না করায় সেগুলো চাষের অনুপযোগী হওয়ায় ক্ষতিপূরণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন জানান ভুক্তভোগী কৃষক বিল­াল হেসেন। তিনি আরও জানান, স¤প্রতি কাজী শাহীন ও কাজী মুরাদ আগামী ১৫ নভেম্বরের মধ্যে কোল্ডস্টোরেজ থেকে আলু বের করে নেয়ার কথা বলেছে। তা নাহলে ওই আলু তারা নিজেরা বিক্রি করে নিবেন বলে প্রতিনিয়ত হুমকি-ধামকি দিচ্ছেন।
এর আগে ভাই ভাই কোল্ডস্টোরেজের মালিকদের বিপক্ষে ১ হাজার ৫৫০ বস্তা আলু (প্রতি বস্তার ওজন ৬২ কেজি) বিনষ্টের অভিযোগ করেন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের মরহুম ইনতাজ আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন ও হোগলা গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ মাহাবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দায়েরকৃত অভিযোগে তারা ৩৮ লক্ষ ৪৪ হাজার টাকার আলু বিনষ্ট হয়েছে উলে­খ করেন এবং এর যথাযথ ক্ষতিপূরণের দাবি জানান।
 

্রিন্ট

আরও সংবদ