খুলনা | বুধবার | ০৫ নভেম্বর ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২

লাভলু হোটেলে সন্ত্রাসী হামলা এবং কুপিয়ে আহত ঘটনায় জড়িতরা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ খুলনা বাজার ব্যবসায়ী ঐক্য সমন্বয় পরিষদের

নিজস্ব প্রতিবেদক |
১২:২০ এ.এম | ০৫ নভেম্বর ২০২৫


নগরীর ডাক বাংলাস্থ ঐতিহ্যবাহী লাভলু হোটেলে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা ও হত্যার চেষ্টা প্রতিবাদ জানিয়েছেন খুলনা ব্যবসায়ী সমন্বয়ে পরিষদ। 
প্রতিবাদ লিপিতে নেতৃবৃন্দ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর দুর্বলতার কারণে খুলনায় একের পর এক হত্যাকান্ড, হামলা এবং চাঁদাবাজীর ঘটনা ঘটছে। গত ১ নভেম্বর লাভলু হোটেলে প্রকাশ্যে সন্ত্রাসীরা অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে তিনজনকে আহত করে। এ ঘটনার পর পুলিশ সিসিটিভি’র ফুটেজ দেখে সন্ত্রাসীদের চিহ্নিত করলেও ঘটনার সাথে জড়িতদের এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এভাবে প্রকাশ্যে একটি প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে আহত করার ঘটনা খুলনার ব্যবসায়ী সমাজকে উদ্বিগ্ন করে তুলেছে। এছাড়া বিভিন্ন সময় বড় বাজার, ক্লে রোড ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নিরবে চাঁদাবাজি ও হুমকির ঘটনা ঘটছে। প্রশাসনের কাছে বারবার এসব অভিযোগ জানানো হলেও কোনো সমাধান হচ্ছে না। অবিলম্বে লাভলু হোটেলে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। অন্যথায় ব্যবসায়ী সমাজ বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে। 
বিবৃতিদাতারা হলেন খুলনা বাজার ব্যবসায়ী ঐক্য সমন্বয় পরিষদের আহবায়ক মনিরুল ইসলাম মাসুম, সদস্য সচিব মোঃ সোহাগ দেওয়ান, এম এ মতিন পান্না, মোঃ মনির আহমেদ, গোপী কিষণ মুগ্ধড়া, মোঃ তরিকুল ইসলাম তরিক, মোঃ আব্দুল কাদের, শ্যামল হালদার, আবুল হাসান, মোঃ ইসলাম খান, মোঃ আবু সাঈদ, মোঃ কামরুল ইসলাম, মোঃ মুনির আহম্মেদ, মোঃ আযম খান, সমরেশ সাহা, নূরুল হক কচি, সৈয়দ মাসুদ আলী নিলু, হুমায়ূন কবির বাবু, মোঃ মোজাফ্ফর মোল­া, মোঃ মফিজুল ইসলাম, মকবুল হোসেন, আজিজুল হক মৃধা, রফিকুল ইসলাম মোড়ল, হাজী তসলিম উদ্দিন, আলমগীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোহায়মেন হোসেন কালু, আব্দুল গাফফার, আব্দুল আজিজ শেখ, সত্যপ্রিয় সোম, মোস্তফা পাটোয়ারী, আব্দুর রব মাস্টার, মাহফুজুল ইসলাম বাবলু, গোপাল চন্দ্র সাহা, হাজী মোঃ মোস্তাফিজুর রহমান, শেখ মোঃ জুয়েল, শেখ জাহাঙ্গীর, তৌফিক আলী সাদী, মোশারফ হোসেন, সরদার আশরাফুল টুয়েল, এ এম আনামুল হোসেন, কবির মৃধা, রেজাউল হায়দার পাটোয়ারী, মোঃ বোরহান উদ্দিন লাভলু, সৈয়দ নূরুল ইসলাম মামুন, মাহাবুবুর রহমান স্বপন, শংকর কর্মকার, জাহাঙ্গীর কবির বিশ্বাস, এজাজ খান, মোঃ হায়দার আলী, মোঃ ফারুক হোসেন, শেখ জুলফিকার, ইন্দ্রজিত কুমার কুন্ডু, নূরুল ইসলাম মিঠু, মোঃ সাইফুল আলম, মোঃ আব্দুর রাজ্জাক, দিদারুল ইসলাম বাচ্চু, প্রদীপ কুমার সাহা মদন, এনায়েত হোসেন, এস এম ইমদাদুল হক, মান্নান হাওলাদার, তাপস কুমার শিব প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ