খুলনা | বুধবার | ০৫ নভেম্বর ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২

মাগুরায় মনোনয়ন দ্বন্দ্বে নিতাই চৌধুরী-নয়নের সমর্থকদের সংঘর্ষ

মেহেরপুরে বিএনপি’র মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ আহত ১০ নেতা-কর্মী

খবর ডেস্ক |
০১:২৮ এ.এম | ০৫ নভেম্বর ২০২৫


মাগুরায় মনোনয়ন দ্বন্দ্বে নিতাই চৌধুরী-যুবদল নেতা নয়নের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এত ১৫ নেতা-কর্মী জখম হয়েছে। অন্যদিকে মেহেরপুরে বিএনপি’র মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্র“পের সংঘর্ষ হয়, এতে আহত হয়েছে ১০ নেতা-কর্মী। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
মাগুরা : মনোনয়ন দ্বন্দ্বে নড়াইলের সীমান্ত ঘেঁষা মাগুরা-২ আসনের বিএনপি’র প্রার্থী এড. নিতাই রায় চৌধুরী ও যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে মাগুরার মোবারকপুর ও নড়াইলের চাকুলিয়া গ্রামে দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারসহ নানান ইস্যুতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার মোবারকপুর ও মশাখালী-এ দুই গ্রামঘেঁষা নড়াইলের লোহাগড়া উপজেলার চাকুলিয়া গ্রামের দুই পক্ষের মধ্যের বিরোধ আগের থেকেই আছে। পক্ষ দু’টি মশাখালী গ্রামের তৌহিদুর মেম্বার, মোবারকপুরের কাইজার মোল­ার বিপরীত পক্ষে মোবারকপুরের নজরুল মোল­া, মশাখালীর আলমগীর ফকিরের নেতৃত্বে স¤প্রতি দুই ভাগ হয়ে দ্বন্দ্বে জড়ায়। তারা মূলত বিএনপি’র প্রার্থী নিতাই রায় চৌধুরী ও রবিউল ইসলাম নয়ন পক্ষের হয়ে দ্ব›েদ্ব জড়ায়।
সোমবার রাতে বিএনপি ২৩৭ আসনে মনোনয়ন চূড়ান্ত করলে মাগুরা-২ আসনে এড. নিতাই রায় চৌধুরী মনোনয়ন লাভ করেন। এরপরই দুইপক্ষের উত্তেজনার একটি পরিস্থিতি সৃষ্টি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে জড়ায়। তাতে দুই পক্ষের তিনজন আহত হয়।
এর জেরে মঙ্গলবার সকালে উভয়পক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়ে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১২ জনকে উদ্ধার করে চিকিৎসা দিতে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। আরও কিছু পরীক্ষা করে বিস্তারিত জানানো যাবে।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ রহমান সংঘর্ষের বিষয় নিশ্চিত করে বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচাজ (ওসি) সাজেদুল ইসলাম বলেন, নড়াইল মাগুরার সীমান্ত এলাকায় সংঘর্ষ হওয়ার খবর আমরা পেয়েছি। আমাদের নড়াইল সদরের ভেতরের সীমানায় আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয় পুলিশ তৎপর আছে।
মেহেরপুর : দলীয় প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশের পরপরই মেহেরপুরের গাংনীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে ব্যাপক পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে গাংনী বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, সোমবার বিএনপি থেকে মেহেরপুর-২ আসনে আমজাদ হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে মঙ্গলবার পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে।
গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি আলফাজ উদ্দিন কালু, যিনি মনোনয়ন না পাওয়া জেলা বিএনপি’র সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থক। তিনি অভিযোগ করেন, আমজাদ হোসেনের সমর্থকেরা তাঁদের অফিসে ভাঙচুর চালিয়েছেন। অন্যদিকে আমজাদ হোসেনের সমর্থকেরা অভিযোগ করেন, প্রথমে মিল্টনের সমর্থকেরা একতরফাভাবে হামলা চালান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন দর্শকের ভূমিকায় ছিল।
জানতে চাইলে মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি’র মনোনয়ন পাওয়া সাবেক এমপি আমজাদ হোসেন বলেন, ‘মনোনয়ন না পাওয়া জেলা বিএনপি’র সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা বিএনপি’র কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এতে অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।’
বক্তব্য জানতে বিএনপি’র সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের মোবাইল ফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। 
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) (ওসি) বানী ইসরাইল বলেন, উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার পর গাংনীতে উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

্রিন্ট

আরও সংবদ