খুলনা | বৃহস্পতিবার | ০৬ নভেম্বর ২০২৫ | ২১ কার্তিক ১৪৩২

তালায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক জাহাঙ্গীর আহত, সুস্থতা কামনা

তালা প্রতিনিধি |
১২:৫৮ এ.এম | ০৬ নভেম্বর ২০২৫


তালা পাবলিক হাইস্কুলের সিনিয়র সহকারী শিক্ষক ও তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হাসান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি তালা সদরের নিজ বাসায় চিকিৎসাধীন। তার আশু সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
জানা যায় গত মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে তিনি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে ছাত্র-ছাত্রী ভর্তির বিষয়ে এলাকায় প্রচারণা শেষে তালা ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। রহিমাবাদ নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে দুধবাহী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। দুর্ঘটনায় তার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি ভেঙে যায় এবং ডান পায়ের গোড়ালির ওপরে গভীর ক্ষত সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তালা সদরের নিজ বাসায় চিকিৎসাধীন আছেন।
বিবৃতিদাতারা হলেন তালা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক খান নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক এস এম হাসান আলী বাচ্চু, কার্যনির্বাহী সদস্য এস এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, এস এম আকরামুল ইসলাম, মোঃ বাহারুল ইসলাম, বি এম বাবলুর রহমান, এড. কবির আহমেদ, মোঃ সোহাগ হোসেন এস এম জহর হাসান সাগর, সাধারণ পরিষদ সদস্য মোঃ লিটন হুসাইন, মোঃ হাফিজুর রহমান, শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল হক বিপ্লব, খাঁন আল-মাহবুব হুসাইন, পার্থ প্রতিম মন্ডল, মোঃ সাগর মোড়ল, মোঃ মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ