খুলনা | বৃহস্পতিবার | ০৬ নভেম্বর ২০২৫ | ২১ কার্তিক ১৪৩২

রামপালে ড. শেখ ফরিদুল ইসলাম

একটি আদর্শ সমাজ গঠনে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা গুরুত্বপূর্ণ

রামপাল প্রতিনিধি |
০১:০০ এ.এম | ০৬ নভেম্বর ২০২৫


বাগেরহাট জেলার রামপাল উপজেলা অডিটোরিয়ামে গতকাল বুধবার  সকাল ১০টায় “আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন সমাজে নৈতিকতা, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ও মাদকের বিরুদ্ধে ইমামদের ভূমিকা অপরিসীম। ধর্মীয় নেতারা মানুষকে ন্যায়ের পথে পরিচালিত করতে পারেন, যা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমামরা মসজিদের মিম্বর থেকে নিয়মিতভাবে মানুষকে নৈতিকতা, আত্মসংযম ও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করলে সমাজ অনেকাংশে মাদকমুক্ত হতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমামরা শুধু নামাজ পরিচালনা করেন না, তাঁরা মানুষকে ন্যায়ের পথে, আদর্শ জীবনের পথে নিয়ে যেতে পারেন। সমাজে নৈতিকতা ও ঐক্য প্রতিষ্ঠায় তাঁদের অবদান অনস্বীকার্য। বিশেষ করে মাদক ও অনৈতিকতার বিরুদ্ধে তাঁদের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন। তাই আসন্ন নির্বাচনে ন্যায়ের পক্ষে, উন্নয়নের পক্ষে, ধানের শীষের পক্ষে থাকার আহŸান জানাই।” সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইমাম সমাজের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে জাতির কল্যাণ, শান্তি, মাদকমুক্ত সমাজ এবং দেশের সার্বিক উন্নয়ন কামনা করা হয়। আদর্শ সমাজ গঠনে ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ইমামদের ঐক্যবদ্ধ ভূমিকা” নিশ্চিত করার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

্রিন্ট

আরও সংবদ