খুলনা | বৃহস্পতিবার | ০৬ নভেম্বর ২০২৫ | ২১ কার্তিক ১৪৩২

নড়াইলে ১১২০ কেজি নকল বীজ ধান ধ্বংস, ১০ হাজার টাকা জরিমানা

নড়াইল প্রতিনিধি |
০১:০১ এ.এম | ০৬ নভেম্বর ২০২৫


নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের গোবরা বাজার থেকে আটক ১১২০ কেজি (২৮মন) ভেজাল বীজ ধান ধ্বংস করা হয়েছে।  বুধবার বিকালে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে পুকুরে ফেলে এই বীজ ধান ধ্বংস করা হয়। এর আগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলোড়া ইউনিয়নের গোবরা বাজারের মনিরাজ বিশ্বাসের কাছ থেকে এই বীজ ধান আটক করা হয়। সে গোয়লবাড়ি গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে। 
সুপ্রীম সীড কোম্পানির রিজিওনাল ম্যানেজার সানোয়ার হোসেন জানান,  আমাদের কোম্পানির হাইব্রিড চিকন জাত সুবর্ণ-৩ একটি উচ্চ ফলনশীল ধানের বীজ। এবছর যা এখনো বাজারে ছাড়া হয়নি। কিন্তু আমরা জানতে পেরেছি কেউ একজন আমাদের বীজের নাম ব্যবহার করে নকল প্যাকেটে বাজারে বিক্রি করছে। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে নয়টার দিকে বীজ ধান ভর্তি করে ইজিবাইকে বহনকালে গোবরা বাজার এলাকায় মনিরাজ বিশ্বাস নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কোম্পানির নাম ও লোগো ব্যবহৃত ১১২০ কেজি নকল বীজ ধান উদ্ধার করা হয়। 
নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন জব্দকৃত ভেজাল বীজের পরিমাণ ১১২০ কেজি। যার বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা।আমরা প্যাকেট খুলে দেখি উক্ত বীজ ধান ছত্রাকনাশক ও কীটনাশক মিশ্রিত থাকায় খাবার অনুপযোগী এবং চাষাবাদ অযোগ্য। এটি পশু পাখি খেলেও মারা যেতে পারে এবং কৃষি ও কৃষকের জীবন জীবিকার জন্য হুমকি স্বরূপ।এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বীজগুলোকে পানিতে ফেলে ও পুঁতে ধ্বংস করা হয়েছে। 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী বলেন  ২৮ মন নকল বীজ জব্দ করে অভিযুক্ত ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাকে সতর্ক করা হয়েছে ভবিষ্যতে এই ধরনের কাজ করলে কারাদন্ডসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

্রিন্ট

আরও সংবদ