খুলনা | বৃহস্পতিবার | ০৬ নভেম্বর ২০২৫ | ২১ কার্তিক ১৪৩২

সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় সাইকেলে আরোহী মাদ্রাসা ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:০২ এ.এম | ০৬ নভেম্বর ২০২৫


সাতক্ষীরায় দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কায় বাইসাইকেল আরোহী এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় খুমেক হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে আলিপুর ইউনিয়নের মধুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মাহফুজ হোসেন (১৩) সদর উপজেলার আলিপুর পশ্চিমপাড়ার মোঃ জাকির হোসেনের ছেলে। সে আলিপুর আজিজিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। 
আলিপুর গ্রামের আরিফুল ইসলাম জানান মঙ্গলবার সকালে মাহফুজ সাইকেলযোগে মাদ্রাসায় যাচ্ছিল। পথিমধ্যে সকাল ৯টার দিকে আলিপুর ইউনিয়নের মধুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তার সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

্রিন্ট

আরও সংবদ