খুলনা | বৃহস্পতিবার | ০৬ নভেম্বর ২০২৫ | ২১ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলি, যুবক নিহত

নগর বিএনপি আহবায়ক ও ৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহসহ গুলিবিদ্ধ ২

খবর প্রতিবেদন |
০১:৩৯ এ.এম | ০৬ নভেম্বর ২০২৫


চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় মহানগর বিএনপি’র আহŸায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-বায়োজিদ আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ, স্থানীয়  স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত ও যুবদল কর্মী সরোয়ার হোসেন বাবলা গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই সরোয়ার মারা যান বলে জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ানের ব্যক্তিগত সহকারী রাজু। তিনি জানিয়েছেন যুবক সরোয়ার হোসেন বাবলা ঘটনার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান।
বুধবার বিকেলে পাঁচলাইশের হামজার বাগ এলাকায় নির্বাচনী গণসংযোগ করার সময় এ ঘটনা ঘটে। বিএনপি’র মিডিয়া সেল থেকেও একই কথা জানানো হয়েছে। ঘটনার পর বিএনপি নেতা-কর্মীরা হাসপাতালে ভিড় করেন। 
অন্যদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, এরশাদ উল্লাহর বুকের বাঁ পাশে গুলির আঘাত লেগেছে। এসময় স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত ও সরোয়ার হোসেন বাবলা গুলিবিদ্ধ হন। শান্তের অবস্থা আশঙ্কাজনক। তবে বিএনপি নেতা এরশাদ উল্লাহ আশঙ্কামুক্ত, তিনি কথা বলতে পারছেন।
এভারকেয়ার হাসপাতালের একজন চিকিৎসক গণমাধ্যমকে জানিয়েছেন, এরশাদ উল্লাহর বুকের বাঁ পাশে গুলির আঘাত লেগেছে। 
স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় কে বা কারা তাকে গুলি করে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 
এদিকে বিএনপি’র মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে দলটির পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার  চট্টগ্রামের হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং পায়ে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বিকেল সাড়ে চারটার দিকে এরশাদ উল্লাহ তার নির্বাচনী কার্যালয় থেকে কর্মীদের সঙ্গে প্রচারণায় বের হন। হামজারবাগ এলাকায় পৌঁছালে হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা গুলি চালায়। এতে এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সরোয়ার মারা গেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। 
এরশাদ উল্লাহর ছেলে ইমাদ এরশাদ বলেন, ‘আমার বাবাকে গুলি করা হয়েছে শুনেছি। বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি সেখানে যাচ্ছি।’
এরশাদ উল্লাহ বর্তমানে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বলেন, এরশাদ উল্লাহ আশঙ্কামুক্ত রয়েছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তাঁর পেটে ছররা গুলি লাগে।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ সন্ধ্যায় বলেন, নির্বাচনী প্রচারণাকালে নগর বিএনপি’র আহŸায়কসহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।
দলটির পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা এবং অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক আহবায়ক আবু সুফিয়ান ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ও চট্টগ্রাম-৮ আসনে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিবর্ষণ ও আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানাচ্ছি। উনার আশু সুস্থতা কামনা করছি। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত দায়ী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় কে বা কারা তাকে গুলি করে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে সরোয়ার নিহত হয়েছেন।

্রিন্ট

আরও সংবদ