খুলনা | বৃহস্পতিবার | ০৬ নভেম্বর ২০২৫ | ২১ কার্তিক ১৪৩২

খুলনায় ‘দেলুপি’ সিনেমার প্রিমিয়ার ঘিরে উচ্ছ্বাস

খবর বিনোদন |
০১:৫০ এ.এম | ০৬ নভেম্বর ২০২৫


দক্ষিণাঞ্চলের মাটি, মানুষ আর জীবনের গল্প নিয়ে নির্মিত তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে ইউনিয়নের দারুল মল্লিক গ্রামে খোলা মাঠে বড় পর্দায় প্রথমবারের মতো প্রদর্শন করা হয় সিনেমাটি।

গ্রামীণ খোলা মাঠে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী প্রিমিয়ার প্রদর্শনী। সিনেমা শুরুর আগে থেকেই পুরো এলাকায় উৎসবের আমেজ। মাঠে বসানো হয় বিশাল পর্দা, পাশে সাজানো আসন। সন্ধ্যা নামতেই দলে দলে আসতে থাকেন হাজারো মানুষ। নারী, পুরুষ, শিশু—সবাই একসঙ্গে উপভোগ করেন নিজেদের জীবনের গল্প নিয়ে তৈরি এই সিনেমা।

সিনেমা শুরুর আগে সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনায় মুখর হয়ে ওঠে দেলুটি ইউনিয়ন। নাচে-গানে জমে ওঠে এক অন্যরকম উৎসবের পরিবেশ।

দেলুপি দেখতে আসা দর্শকদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস ও গর্ব। স্থানীয় ইউপি সদস্য বদিয়ার রহমান বলেন, আমরা নদীভাঙনে কত কষ্ট করি, সেটা এখানে হুবহু দেখানো হয়েছে। মনে হলো নিজের জীবনের গল্পই দেখলাম। আরেক দর্শক রেখা রানী দাস বলেন, আমাদের এলাকার মানুষ, আমাদের ভাষা, আমাদের কষ্ট—সবই যেন পর্দায় জীবন্ত হয়ে উঠেছে। এমন সিনেমা আমাদের গর্ব।

‘দেলুপি’ সিনেমায় একসাথে উঠে এসেছে রাজনীতি, প্রেম, প্রাকৃতিক দুর্যোগ ও যাত্রাশিল্পীদের টিকে থাকার লড়াই। ঝড়-জলোচ্ছ্বাস, নদীভাঙন ও দারিদ্র্যের মধ্যেও বেঁচে থাকার অনুপ্রেরণাই সিনেমার মূল বার্তা।

অভিনয়ে ছিলেন খুলনার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় শিল্পীরা। নিজেদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই চরিত্রে প্রাণ দিয়েছেন তারা।

অভিনেতা জাকির হোসেন বলেন, আমি নিজেও যাত্রাদলে কাজ করতাম। তাই চরিত্রটা আমার জীবনেরই অংশ। অভিনয়ের সময় মনে হচ্ছিল, আমি নিজের গল্পই বলছি।

আরেক অভিনেতা চিরনিজিত বিশ্বাস বলেন,এটা শুধু একটা সিনেমা নয়, এটা আমাদের এলাকার মানুষের সংগ্রামের দলিল। মানুষ এই সিনেমায় নিজেদের খুঁজে পাবে।

সিনেমার সংগীত পরিচালক তপেশ চক্রবর্তী জানান, গানগুলোয় গ্রামীণ আবহ বজায় রাখার চেষ্টা করেছি। সুর ও গল্প যেন একে অপরের পরিপূরক।

পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, যে অঞ্চল নিয়ে গল্প, সেই মানুষদের আগেই দেখাতে চেয়েছি ‘দেলুপি’। তাদের প্রতিক্রিয়াই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি আরও বলেন, দেলুপি শুধু দক্ষিণের গল্প নয়, এটি বাংলাদেশের নদীমাতৃক জীবনের প্রতিচ্ছবি।”

সিনেমার প্রিমিয়ার শেষে দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এমন একটি বড় সাংস্কৃতিক আয়োজন উপভোগ করতে পেরে তারা আনন্দিত।

আগামী ৭ নভেম্বর খুলনায় আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে ‘দেলুপি’, আর ১৪ নভেম্বর থেকে এটি সারা দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।

্রিন্ট

আরও সংবদ