খুলনা | বৃহস্পতিবার | ০৬ নভেম্বর ২০২৫ | ২১ কার্তিক ১৪৩২

যশোরে মধ্যরাতে ঘরে ঢুকে অস্ত্র ঠেকিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০২:১৮ এ.এম | ০৬ নভেম্বর ২০২৫


যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভায়না দোরাস্তা গ্রামে একটি বাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার রাত ২টা থেকে ৪টা ১৫ মিনিটের মধ্যে ৬/৭ জন মুখোশধারী ডাকাত শেখ হাবিবুর রহমানের বাড়িতে ঢুকে পড়ে। তারা নগদ দুই লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ডাকাতরা শেখ হাবিবুর রহমানের দুইতলা ভবনের দ্বিতীয় তলায় প্রবেশ করে। তারা বাড়ির পেছনের গেটের দু’টি তালা কেটে ভেতরে ঢোকে। এ সময় ঘরে ছিলেন শেখ হাবিবুর রহমান, তার স্ত্রী ও মেয়ে। ডাকাতরা প্রথমেই হাবিবুর রহমানের চোখ-মুখ বেঁধে ফেলে এবং তার স্ত্রী ও মেয়েকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।
হাবিবুর রহমানের স্ত্রী জানান, ডাকাত দলের সদস্যরা মুখে মাস্ক পরে ছিল। আমার মেয়ে ভয় পেয়ে চিৎকার করলে এক ডাকাত তার মুখ চেপে ধরে। পরবর্তীতে তারা ঘরের আলমারি ও বাক্স ভেঙে নগদ দুই লাখ টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। তারা ডাকাত দলের কাউকেই চিনতে পারেননি।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, ঘটনাটিতে কিছুটা রহস্য রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। একাধিক টিম কাজ করছে। এটি ডাকাতি কিনা, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

্রিন্ট

আরও সংবদ