খুলনা | বৃহস্পতিবার | ০৬ নভেম্বর ২০২৫ | ২২ কার্তিক ১৪৩২

ডুমুরিয়ায় ধানের শীষের প্রার্থী লবি’র দিনব্যাপী নানা কর্মসূচি

ডুমুরিয়া প্রতিনিধি |
০২:৩২ এ.এম | ০৬ নভেম্বর ২০২৫


খুলনা-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি বুধবার দিনব্যাপী ডুমুরিয় উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগসহ নানা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। বিকেল তিনি উপজেলার বরাতিয়া নুরজাহান ব্রিক্স-১ চত্বরে উপজেলা ইটভাটা শ্রমিকদের সাথে মতবিনিময় করেন। 
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলী আসগর লবি বলেন, বিএনপি সব সময় খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের জন্যে কাজ করে। ইতোপূর্বে যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার দেশের কৃষক, শ্রমিক, দিনমজুরসহ শ্রমজীবী মানুষের জন্যে কাজ করেছে। আগামী নির্বাচনে জনগনের রায়ে বিএনপি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে ইনশাআল­াহ। সেই সাথে যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই তাহলে এই অঞ্চলের খেটে খাওয়া মানুষের জন্যে সম্ভব সবকিছু করব। এজন্যে বেগম খালেদা জিয়া আর তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহŸান জানান তিনি। বক্তব্যের এক পর্যায়ে ঠুনকো অজুহাতে ইটভাটা বন্ধ না করতে এবং ভাটা মালিক-শ্রমিকদের হয়রানী না করার জন্যে জেলা ও উপজেলা প্রশাসনকে আহŸান জানান লবি।
উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি প্রবীন বিএনপি নেতা মোল­া আবুল কাশেম। উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, জজকোর্টের এপিপি এড. মোল­া মুনিমুর রহমান নয়ন, বিএনপি নেতা আবুল হোসেন সরদার, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, সরদার দৌলত হোসেন, আবুল কাশেম মোল­া, ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি শাহজাহান জমাদ্দার, শেখ আব্দুল মান্নান, শেখ শাহিনুর রহমান, রেজোয়ান হোসেন, শেখ রবিউল ইসলাম, রফিকুল ইসলাম সরদার, ফারুক হোসেন, মেহেদী হাসান রাসেল, ফরিদুজ্জামান উজ্জল, শেক তৈয়েবুর রহমানসহ অনেকে। সন্ধ্যায় গুটুদিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি পূর্ণাঙ্গ করার লক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল­া মোশাররফ হোসেন মফিজসহ বিএনপি’র নেতৃবৃন্দ। এর আগে সকালে উপজেলার সাহস ইউনিয়নে রাশমেলা উপলক্ষে হিন্দু স¤প্রদায়ের গঙ্গাস্নানে উপস্থিত হয়ে তাদের শুভেচ্ছা জানান, রাতে সদর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন আলী আসগর লবি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা গাজী আব্দুল হালিম, শেখ ফরহাদ হোসেন, মোল­া মশিউর রহমান, শেখ আতিয়ার রহমান, খান শফিকুল ইসলাম, শেখ ফরিদ হোসেন প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ