খুলনা | বৃহস্পতিবার | ০৬ নভেম্বর ২০২৫ | ২২ কার্তিক ১৪৩২

শৃঙ্খলার ভঙ্গের অভিযোগ

সদর থানা মহিলা দলের আহবায়ক জাহানারার কার্যক্রম স্থগিত

খবর বিজ্ঞপ্তি |
০২:৩২ এ.এম | ০৬ নভেম্বর ২০২৫


ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনে মহানগর মহিলাদলের প্রস্তুতি সভা গতকাল বুধবার বিকেল ৪টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর মহিলা দলের আহবায়ক সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এড. হালিমা আক্তার খানম পরিচালনা করেন।
সভায় সদর থানা মহিলা দলের অর্ন্তগত ২৮নং ওয়ার্ডের ঘোষিত কমিটি থেকে ১০জন পদধারী সদস্যকে আলোচনা ছাড়াই বাদ দিয়ে নতুন ১০ জন সদস্য করা ও ২৩নং ওয়ার্ডে পরীক্ষিত কর্মী কাকনকে কমিটিতে অর্ন্তভুক্ত করার নির্দেশ উপেক্ষা করে নিজস্ব লোকদের কমিটিতে অর্ন্তভুক্ত করার অভিযোগে অভিযুক্ত সদর থানা মহিলা দলের সভাপতি এড. জাহানারা পারভীনকে দলের শৃঙ্খলার ভঙ্গের অভিযোগ অভিযুক্ত করে তার সকল প্রকার কার্যক্রম স্থগিত করার সিদ্ধাান্ত গৃহিত হয়। 
সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আনজিরা খাতুন, হাসনা হেনা, কাওসারী জাহান মঞ্জু, মিসেস মনি, রোকেয়া ফারুক, সুলতানা পারভীন, রজনী, লাভলী ইসলাম, ওয়াহেদা পারভিন, রুমানা, বিউটি আক্তার, বিথী ও হোসনেয়ারা চাদনী প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ