খুলনা | বৃহস্পতিবার | ০৬ নভেম্বর ২০২৫ | ২২ কার্তিক ১৪৩২

উপজেলা বিএনপি আয়োজিত শোকরানা ও দোয়া অনুষ্ঠানে হেলাল

দিঘলিয়ার সহজ-সরল মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই ধানের শীষের বিজয়ের পথে যাত্রা শুরু

খবর বিজ্ঞপ্তি |
০২:৩২ এ.এম | ০৬ নভেম্বর ২০২৫


বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি’র মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আন্তরিক। সেইসাথে অন্তর্বর্তী সরকারকেও প্রশাসনের নিরপেক্ষ ভ‚মিকা নিশ্চিত করতে হবে। দিঘলিয়ার সহজ-সরল মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই ধানের শীষের বিজয়ের পথে যাত্রা শুরু হয়েছে। বুধবার বিকেলে দিঘলিয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত শোকরানা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজিজুল বারী হেলাল বলেন, বিএনপি ইতোমধ্যে ২৩৭টি আসনে মনোনয়ন দিয়েছে এবং বাকি আসনগুলো মিত্র দলসমূহের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে চ‚ড়ান্ত করা হবে। হেলাল বলেন, বহু দলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষকে স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ করেছিলেন। ৯০-এর গণঅভ্যুত্থানেও বিএনপি জনগণের অধিকার রক্ষার সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। বিএনপি কখনও জনগণকে ছেড়ে যায়নি এবং যাবে না।
তিনি দিঘলিয়ার উন্নয়ন প্রসঙ্গে বলেন, “বিএনপি সরকার গঠন করলে আমি সংসদে নির্বাচিত হলে দিঘলিয়ার বন্ধ স্টার জুট মিল আধুনিকায়ন করে পুনরায় চালু করা হবে। খুলনার সকল জুট মিল পুনরুজ্জীবিত করা হবে। সামাজিক উন্নয়ন, অবকাঠামো ও কর্মসংস্থানের মাধ্যমে দিঘলিয়াকে শান্তির দিঘলিয়া হিসেবে গড়ে তোলা হবে।”
হেলাল আরও বলেন, গত ১৭ বছরে গণতন্ত্রবিরোধী ফ্যাসিবাদী শাসন জনগণকে হামলা, মামলা, গুম-খুন ও নির্যাতনে জর্জরিত করেছে। কিন্তু বিএনপিকে দমাতে পারেনি। কারণ জনগণ জানেÑ বিএনপি’র পরাজয় মানে বাংলাদেশ হেরে যাওয়া। 
দিঘলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে সঞ্চালনা করেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রকিব মল্লিক উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলি জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল, সদস্য আব্দুস সালাম মল্লিক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, জেলা বিএনপি’র সদস্য আছাফুর রহমান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক কুদরত এলাহি স্পিকার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদের জনি। এছাড়া মহিলা দল, কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 

্রিন্ট

আরও সংবদ