খুলনা | বৃহস্পতিবার | ০৬ নভেম্বর ২০২৫ | ২২ কার্তিক ১৪৩২

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি পীযুষ কান্তি আর নেই

খবর প্রতিবেদন |
০১:২৯ পি.এম | ০৬ নভেম্বর ২০২৫


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি অ্যাডভোকেট পীযুষ কান্তি ভট্টাচার্য্য আর নেই।

আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর) ভোরে যশোরের বেজপাড়ার ভাড়া বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

তার বড় ছেলে বাবলু ভট্টাচার্য্য এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পীযুষ কান্তি ভট্টাচার্য্য স্ত্রীকে নিয়ে শহরের বেজপাড়ার ভাড়াবাড়িতে বসবাস করতেন।

উল্লেখ্য, তিনি ১৯৭৩ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৬৬ সালে তার রাজনৈতিক জীবন শুরু হয়। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।

্রিন্ট

আরও সংবদ