খুলনা | সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

রূপসায় যুবককে গুলি করে হত্যা

রূপসা প্রতিনিধি |
১০:৫৮ পি.এম | ০৬ নভেম্বর ২০২৫


রূপসায় নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের সোহেল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করে নিহত করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টায় দিকে মানিক সরদারের বালুর মাঠ এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, রূপসার উপজেলার রহিমনগর গ্রামের বাসিন্দা মৃত রুস্তম হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রূপসা দুর্বৃত্তরা তার গতি রোধ করে মুখে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত সোহেলে স্ত্রী ও একমাত্র পুত্র সন্তান রয়েছে।

রূপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান  জানান, হত্যার ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও  গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের বিস্তারিত কিছু জানা যায়নি।

্রিন্ট

আরও সংবদ