খুলনা | শুক্রবার | ০৭ নভেম্বর ২০২৫ | ২২ কার্তিক ১৪৩২

বটিয়াঘাটায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা

বটিয়াঘাটা প্রতিনিধি |
১১:৪৩ পি.এম | ০৬ নভেম্বর ২০২৫


সুন্দরবনের পরিবেশ রক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বৃহস্পতিবার দুপুরে বটিয়াঘাটার ডেউওতলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে বিদ্যালয় সভাকক্ষে আয়োজিত সভায় সহকারী শিক্ষক পঙ্কজ কুমার মন্ডল সভাপতিত্ব করেন। ইয়ুথ ফর দি সুন্দরবনের সদস্য আজমাইল শেখ বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপান্তরের প্রতিনিধি বিপাশা রায়সহ ডেউওতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, ইয়ুথ ফর দি সুন্দরবনের সদস্য যথাক্রমে উদয় সংকর, রিমন, সোহাগ, শুভ্র দেব ঢালী, রিমি, ছন্দা বিশ্বাস, দৃষ্টি প্রমুখ। কর্মশালায় বক্তারা বলেন প্লাস্টিক ও পলিথিনের অতিরিক্ত ব্যবহার শুধু পরিবেশ নয়, মানবস্বাস্থ্যের জন্যও হুমকি। নিজেদের সচেতনতা ও পরিবেশবান্ধব পদক্ষেপ জরুরি, প্লাস্টিক দূষণ বন্ধ করতে আইন প্রণয়ন যেমন জরুর তেমনি সচেতনতা ও ব্যবসায়ী অংশগ্রহণ আরও গুরুত্বপূর্ণ। সভায় স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে সেরা ৬ জনকে বিভিন্ন ইভেন্টে পুরস্কৃত করা হয়।

 

্রিন্ট

আরও সংবদ