খুলনা | শুক্রবার | ০৭ নভেম্বর ২০২৫ | ২২ কার্তিক ১৪৩২

নড়াইলে অগ্নিকান্ডে দু’টি মুদি দোকান পুড়ে ছাই

নড়াইল প্রতিনিধি |
১১:৪৪ পি.এম | ০৬ নভেম্বর ২০২৫


নড়াইলে অগ্নিকান্ডে দু’টি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের গোবরা বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় সাইফুল ইসলাম নামে এক দোকানী অগ্নিদগ্ধ হওয়ায় তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, ভোর পাঁচটার দিকে সাইফুল ইসলামের মুদি দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী সঞ্জয় দাসের মুদি দোকান এবং আবুল বাশার মিয়ার মিষ্টির দোকানে ছড়িয়ে পয়ে। দোকানে আগুন জ্বলতে দেখে বাজার জামে মসজিদ থেকে মাইকে ঘোষণা করা হয়। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।  খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দোকান থেকে মালামাল বের করার সময় মুদি দোকানী সাইফুল ইসলাম অগ্নিদগ্ধ হন। অগ্নিকান্ডে সাইফুল ইসলাম এবং সঞ্জয় দাসের মুদি দোকান পুরোপুরি এবং আবুল বাশার মিয়ার মিষ্টির দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাসুদ রানা জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।

্রিন্ট

আরও সংবদ