খুলনা | শুক্রবার | ০৭ নভেম্বর ২০২৫ | ২২ কার্তিক ১৪৩২

দৌলতপুর আলিম মাদ্রাসায় শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি |
১২:২৭ এ.এম | ০৭ নভেম্বর ২০২৫


নগরীর দৌলতপুর আলিম মাদ্রাসায় চারজন শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির শিক্ষক কর্মচারী ও  ছাত্র-ছাত্রীদের উদ্যোগে  মাদ্রাসার সম্মেলন কক্ষে অধ্যক্ষ ইয়াহ ইয়া মোল্লার সভাপতিত্বে জাহাঙ্গীর হোসেন ও মোড়ল জাহিদুর রহমানের সঞ্চালনায় ৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারা হলেন যথাক্রমে মাওলানা শাহ আলম গাজী, ইবতেদায়ী প্রধান, ফজলুল হক, কারী শরিফুজ্জামান, ও আব্দুল খালেক  প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর ফুল দিয়ে সকলকে বরণ করে নেওয়া হয়। বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াহ ইয়া মোল্লা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন অত্র মাদ্রাসার সাবেক সভাপতি ফজলুর রহমান শরীফ। আরো বক্তৃতা করেন সাবেক দাতা সদস্য চানমিয়া হাওলাদার, মাওলানা আব্দুল মজিদ জাহেদী ও অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা শাহ আলম গাজী,  উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মোঃ মিজানুর রহমান ও মাওঃ আবুল হাসান।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন জানাবা মুন্নী আক্তার সহকারী শিক্ষক বাংলা দৌলতপুর আলীম মাদ্রাসা। সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল হাসান সহকারী মৌলভী অত্র মাদ্রাসা। 
এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবুল হাসান, কবির হোসাইন, মাওলানা মোঃ মিজানুর রহমান, মোড়ল জাহিদুর রহমান, সেলিম হোসেন, জাহাঙ্গীর হোসেন, শিমুল কামরুল মিঠ, মহিলা শিক্ষিকাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মরিয়ম খানম, মুন্নি আক্তার, উম্মে কুলসুম লিপি, ফাহমিদা, হাজেরা পারভিন, শারমিন আক্তার মিলি রোজিনা আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সর্বশেষ সকলের জন্য দোয়া কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

্রিন্ট

আরও সংবদ