খুলনা | শুক্রবার | ০৭ নভেম্বর ২০২৫ | ২২ কার্তিক ১৪৩২

খুলনায় ছাত্রশিবিরের সাথী প্রার্থী শিক্ষাশিবির

খবর বিজ্ঞপ্তি |
১২:২৮ এ.এম | ০৭ নভেম্বর ২০২৫


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন বলেছেন, প্রশিক্ষণ ছাড়া ইসলামী আন্দোলনের অগ্রগতি কল্পনা করা যায় না। ইসলামী বিপ্লবের জন্য দরকার একদল প্রশিক্ষিত কর্মী বাহিনী। কুরআন, হাদীস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন এবং গবেষণার মাধ্যমে আদর্শ কর্মী হিসেবে সকলকে গড়ে উঠতে হবে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় নগরীর শহীদ সাংবাদিক বেলাল উদ্দিন মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহানগর শাখার উদ্যোগে সাথী প্রার্থীদের নিয়ে আয়োজিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসিফ বিল্লাহ, এস এম বেলাল হোসেন, আহমাদ সালেহীন, কামরুল হাসান, আব্দুর রশিদ, ইমরানুল হক, সেলিম হোসেন, গোলাম মুয়িজ্জু, হাফেজ মুজাহিদুল হক, আদনান মল্লিক যুবরাজ, ফারহান তূর্য, সুলাইমান আবিদ, নাঈম হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআনের দারস পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা আব্দুস সবুর খান। এতে মহানগর ছাত্রশিবিরের সকল সাথী প্রার্থী উপস্থিত ছিলেন। দারসুল কুরআন, বিষয়ভিত্তিক সেশন ও কর্মশালার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
 

্রিন্ট

আরও সংবদ