খুলনা | শুক্রবার | ০৭ নভেম্বর ২০২৫ | ২২ কার্তিক ১৪৩২

সাতক্ষীরায় র‌্যাবের অভিযান : নগদ ১ লাখ ১৩ হাজার টাকা উদ্ধার

২৯৮ বোতল ফেন্সিডিল সাদৃশ্য মাদকসহ তিন জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৪ এ.এম | ০৭ নভেম্বর ২০২৫


সাতক্ষীরায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ২৯৮ বোতল ফেন্সিডিল সাদৃশ্য (WINCEREX) মাদকদ্রব্যসহ তিন মাদক জনকে গ্রেফতার করেছে। এ সময় নগদ ১ লাখ ১২ হাজার ৯০০ টাকা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে কলারোয়া উপজেলার গয়ড়া এলাকায় অভিযান চালিয়ে এই মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করে। 
গ্রেফতারকৃতরাা হলো কলারোয়া উপজেলার গয়ড়া ঋষি পাড়া গ্রামের মৃত আনসার মিস্ত্রীর ছেলে মোঃ নয়ন মিস্ত্রি (২২), একই গ্রামের ফজলুর গাজীর ছেলে মোঃ সাকিব গাজী (২৪) এবং বিক্রমপুর গ্রামের মৃত হাবিবুর গাজীর ছেলে মোঃ রাজু আহম্মেদ গাজী (২৬)। র‌্যাব সূত্র জানায়, কলারোয়া থানার গয়ড়া এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রি করার জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডারসহ একটি আভিযানিক দলটি রাত পৌনে চারটির দিকে উক্ত স্থানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় আসামি মোঃ নয়ন মিস্ত্রি, মোঃ সাকিব গাজী ও মোঃ রাজু আহম্মেদ গাজীকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকারোক্তিতে জনৈক মোঃ ফজলুর রহমান মন্ডলের আধাপাকা বসতঘরের খাটের নিচে প্লাস্টিকের বস্তার মধ্যে ১৯৮বোতল এবং ইমামুর কারিকরের বসত ঘরের মাছের ফিড রাখার গোডাউনের মধ্যে প্লাস্টিকের বস্তায় ১০০ বোতলসহ মোট ২৯৮ বোতল ফেন্সিডিল সাদৃশ্য মাদক উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত স্থানে ব্যাপক তল­াশিকালে তার খাটের তোষকের নিচ থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ১২ হাজার ৯০০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেফতার আসামিদেরকে কলারোয়া থানায় হস্তান্তর করতঃ আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

্রিন্ট

আরও সংবদ