খুলনা | শুক্রবার | ০৭ নভেম্বর ২০২৫ | ২২ কার্তিক ১৪৩২

মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাগুরা প্রতিনিধি |
১২:৩৫ এ.এম | ০৭ নভেম্বর ২০২৫


মাগুরার শালিখা উপজেলায় পানিতে ডুবে স্বর্গ বিশ্বাস (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ধনেশ্বরগাতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বর্গ বিশ্বাস ওই গ্রামের পল্টন বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল স্বর্গ। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। সঙ্গে সঙ্গে স্বজনরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানায়, বর্তমানে শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ধনেশ্বরগাতী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

্রিন্ট

আরও সংবদ