খুলনা | শুক্রবার | ০৭ নভেম্বর ২০২৫ | ২২ কার্তিক ১৪৩২

জনস্বাস্থ্য সুরক্ষায়‘ঐতিহাসিক পদক্ষেপ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন

ধূমপায়ীরা প্রাথমিকে ‘সহকারী শিক্ষক’ নিয়োগে আবেদন করার অযোগ্য

খবর প্রতিবেদন |
০১:৪৭ এ.এম | ০৭ নভেম্বর ২০২৫


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ধূমপানসহ যেকোনো মাদক দ্রব্য গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই এমন শর্ত অন্তর্ভুক্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।  বুধবার অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শর্ত উলে­খ করা হয়। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।
সংস্থাটির সভাপতি অধ্যাপক ডাঃ খন্দকার আব্দুল আউয়াল রিজভী বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ধূমপানসহ মাদক গ্রহণের অভ্যাস থাকলে শিক্ষক পদে আবেদন অযোগ্য ঘোষণার সিদ্ধান্ত জনস্বাস্থ্য রক্ষায় একটি ঐতিহাসিক মাইলফলক। ধূমপান তরুণ সমাজকে নিকোটিন আসক্তির দিকে ঠেলে দিচ্ছে। নিকোটিন কিশোরদের মস্তিষ্কের বিকাশে বাধা দেয় এবং দীর্ঘমেয়াদে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে।
তিনি আরও বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের জন্য “দূরদর্শী ও সাহসী উদ্যোগ”।

্রিন্ট

আরও সংবদ