খুলনা | শুক্রবার | ০৭ নভেম্বর ২০২৫ | ২২ কার্তিক ১৪৩২

মহানগর মহিলা দলের সদস্য সচিব

সদর থানা আহবায়ক জাহানারা পারভীনের কার্যক্রম স্থগিত করা হয়নি

খবর বিজ্ঞপ্তি |
০২:৪২ এ.এম | ০৭ নভেম্বর ২০২৫


খুলনা মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেছেন, গত ৫ নভেম্বর বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি সভায় সদর থানা মহিলা দলের আহবায়ক এড. জাহানারা পারভীনকে দলের শৃঙ্খলার ভঙ্গের অভিযোগে তার কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত গৃহিত হয়নি। রাজনৈতিক প্রতিহিংসার বশবতি হয়ে মহানগর মহিলা দলের আহবায়ক এ ধরনের মিথ্যা তথ্য সরবরাহ করেছেন। মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক ও সদর থানা মহিলা দলের আহবায়ক এড. জাহানারা পারভীন একজন পরিশ্রমী ও দক্ষ সংগঠক। তার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা তথ্যে বিচলিত না হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন বিবৃতিদাতারা।
বিবৃতিদাতারা হলেন মহানগর মহিলা দলের সদস্য সচিব এড. হালিমা আক্তার খানম, আনজিরা খাতুন, মিসেস মনি, কাওসারী জাহান মঞ্জু, হোসনেয়ারা চাঁদনী, বিউটি আক্তার, কাকলি খান, জেসমিন প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ