খুলনা | শুক্রবার | ০৭ নভেম্বর ২০২৫ | ২২ কার্তিক ১৪৩২

নির্বাচন শুধু মাঠের প্রচারণায় সীমাবদ্ধ থাকবে না, ভার্চুয়াল জগতেও প্রচার জোরদার করতে হবে : হেলাল

খবর বিজ্ঞপ্তি |
০২:৪৮ এ.এম | ০৭ নভেম্বর ২০২৫


বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি’র রয়েছে চারবার দেশ পরিচালনার অভিজ্ঞতা, অথচ আমাদের প্রতিদ্ব›িদ্বরা কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল না। তিনি বলেন, “অনভিজ্ঞ কোনো দলকে ক্ষমতায় আনলে দেশে প্রশাসনিক বিশৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিতে পারে।” 
বৃহস্পতিবার সকালে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আইচগাতী প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে আয়োজিত নির্বাচন পূর্ব প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। হেলাল বলেন, এবার নির্বাচন শুধু মাঠের প্রচারণায় সীমাবদ্ধ থাকবে না; ভার্চুয়াল জগতেও প্রচার জোরদার করতে হবে। 
এ প্রসঙ্গে হেলাল বলেন, “এখন হলো ডিজিটাল সময়। ফেসবুক, ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের প্রচার বিস্তারের দায়িত্ব নিতে হবে প্রতিটি নেতাকর্মীকে।” তিনি নির্বাচনী এলাকার ১৪৪টি ভোটকেন্দ্রেই কেন্দ্রভিত্তিক কমিটি গঠন এবং মহিলা দলের জন্য পৃথক কেন্দ্র কমিটি করার নির্দেশ দেন। একই সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাওয়ার আহবান জানান। 
সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, জেলা শ্রমিক দলের সভাপতি বাবু উজ্জ্বল কুমার দাস, যুবদলের যুগ্ম-আহবায়ক গোলাম মোস্তফা তুহিন, সেতারা সুলতানা, আজিজুল ইসলাম, আনিস, সাবেক ছাত্রদলের সভাপতি কামরান হাসান, আবুল কাশেম, রেজাউল ইসলাম, শাহানাজসহ জেলা ও রূপসা তেরখাদা দিঘলিয়ার সকল অংগ সংগঠন ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতে তিনি বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের শ্বশুরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

্রিন্ট

আরও সংবদ