খুলনা | শুক্রবার | ০৭ নভেম্বর ২০২৫ | ২২ কার্তিক ১৪৩২

পাইকগাছা ও কয়রায় ধানের শীষের কর্মী সভায় বাপ্পি

ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে

পাইকগাছা ও কয়রা প্রতিনিধি |
০২:৪৮ এ.এম | ০৭ নভেম্বর ২০২৫


অবহেলিত পাইকগাছা কয়রার উন্নয়ন এবং তারুণ্যের বাংলাদেশ বিনির্মানে বিএনপি মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। এজন্য ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন বিএনপি’র দায়িত্বশীল নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে খুলনা-৬ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী জেলা বিএনপি’র সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর ধানের শীষ প্রতীকের কর্মী সভায় নেতৃবৃন্দ এই আহবান জানান। 
সভায় বক্তারা বলেন, ব্যক্তির উধের্ক্ষ দল বড়। এজন্য দল যাকে প্রার্থী করেছে সবাইকে তার পক্ষে কাজ করতে হবে। বক্তারা আরো বলেন নির্বাচন এবং সরকার গঠন নিয়ে সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসময় দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দলীয় প্রার্থীকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। 
সভায় বিএনপি’র মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেন খুলনা-৬ আসনে বিএনপি’র অতীত যে ঐতিহ্য রয়েছে এবারের নির্বাচনে তার প্রতিফলন ঘটাতে হবে। প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ধানের শীষ প্রতীকের জন্য ভোট প্রার্থনা করতে হবে। তিনি বলেন, নির্বাচিত হলে এই এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে। টেকসই ভেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির সংকট দুর করা হবে। মাদক এবং সন্ত্রাস মুক্ত পরিবেশে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করা হবে। সুন্দরবন কেন্দ্রীক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করা হবে। ব্যবসায়ীক অনুকূল পরিবেশ থাকবে এছাড়া বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মনোনয়ন পাওয়ার পর নির্বাচনী এলাকায় প্রথম সাংগঠনিক সভায় দলীয় নেতা-কর্মী এবং এলাকাবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন মনিরুল হাসান বাপ্পী। 
উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এড. জি এ সবুর, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আমিরুল ইসলাম কাগজী, জেলার সাবেক যুগ্ম আহবায়ক শেখ আব্দুর রশীদ, আশরাফুল হক নান্নু, সদস্য এড. জি এম আব্দুস সাত্তার ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, এড. আবু সাঈদ, রূপসার আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য জাবেদ হোসেন মল্লিক, জাসসের সদস্য সচিব একে আসাদ, মাহবুবর রহমান লোটাস। পৌর বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ, উপজেলা সদস্য সচিব এস এম ইমদাদুল হক ও পৌর সাধারণ সম্পাদক  কামাল আহমেদ সেলিম নেওয়াজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নাদিমুজ্জামান জনি, মফিজ মোল্লা, জনি, ইমাদুল ইসলাম, তহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, সাজ্জাদ হোসেন, বেনজির আহমেদ, আবু তালেব, এড. একরামুল হক, ফারুক আহমেদ, সেলিম রেজা লাকি,  স্বরজিৎ ঘোষ, সুজিত মন্ডল, মেছের আলী সানা,  নাজির আহমেদ, ইমরান সরদারসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সভার শুরুতেই নেতা-কর্মীরা মনিরুল হাসান বাপ্পীকে ধানের শীষ ফুলেল শুভেচ্ছা জানান।
কয়রা : মনিরুল হাসান বাপ্পিকে বিজয়ী করতে কয়রা উপজেলা বিএনপি’র কর্মীসভা ও প্রচার মিছিল বৃহস্পতিবার বিকেলে কপোতাক্ষ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বক্সের সভাপতিত্বে ও খুলনা জেলা বিএনপি’র সদস্য এম এ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু। প্রধান বক্তা ছিলেন খুলনা-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হাসান বাপ্পি। কর্মীসভায় বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা বিএনপি’র আহবায়ক ডাক্তার আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপি’র সদস্য আঃ রশিদ, আশরাফুল আলম নান্নু, মনিরুামান বেল্টু, রফিকুল হাসান, জাফরি নেওয়াজ চন্দন, আঃ মালেক, আশরাফুল ইসলাম নুর, আবু সাইদ বিশ্বাস, বিএনপি নেতা শরিফুল আলম, সরদার মতিয়ার রহমান, মাওলানা  গোলাম মোস্তফা, মোস্তাফিজুর রহমান, গাজী সিরাজুল ইসলাম, আঃ রহিম সানা, প্রভাষক আবুল কালাম আজাদ, জিএম রফিকুল ইসলাম, শেখ সালাউদ্দিন লিটন, শেখ সিরাজুল ইসলাম, এফ এম মনিরুজ্জামান মনি, জামাল ফারুক জাফরিন, যুবদল নেতা মােহতাসিম বিল্লাহ, ইহছানুর রহমান, আকবার হোসেন, আবুল কালাম আজাদ কাজল দেলোয়ার হোসেন, আনারুল ডাবলু,আহাদুর রহমান লিটন, কৃষক দলের এস এম গোলাম রসুল, স্বেচ্ছাসেবকদল নেতা নুরুল ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, মহিলা দল নেত্রী দিলরুবা খাতুন, সাবিরা খাতুন, শ্রমিকদল নেতা আকবর হােসেন, আব্দুর রউপ, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, মামুন হোসাইন আলমগীর হোসেন প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ